Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Ajay Devgan

ছত্রপতি শিবাজির বায়োপিকে নাম ভূমিকায় এই অভিনেতাকেই চান পর্দার তানাজি

অজয় এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এর প্রচার নিয়ে। ছবিটি মুক্তি পাবে ১০ জানুয়ারি। ছবিতে মরাঠা পেশওয়াদের বীর সেনাপতি তানাজির ভূমিকায় অভিনয় করেছেন অজয় নিজে। তাঁর স্ত্রী সাবিত্রীবাঈয়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন কাজল।

তানাজির ভূমিকায় অজয় দেবগণ। ছবি: ফেসবুক।

তানাজির ভূমিকায় অজয় দেবগণ। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ ১৫:১৭
Share: Save:

ছত্রপতি শিবাজির বায়োপিক হলে নাম ভূমিকায় কাকে দেখতে চান? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল অজয় দেবগণকে। বিন্দুমাত্র না ভেবে অভিনেতা জানিয়েছেন, তিনি শিবাজির ভূমিকায় রীতেশ দেশমুখকে দেখতে চান।

অজয় এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এর প্রচার নিয়ে। ছবিটি মুক্তি পাবে ১০ জানুয়ারি। ছবিতে মরাঠা পেশওয়াদের বীর সেনাপতি তানাজির ভূমিকায় অভিনয় করেছেন অজয় নিজে। তাঁর স্ত্রী সাবিত্রীবাঈয়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন কাজল।

এই ছবিতে খলনায়ক উদয়ভানের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। ছত্রপতি শিবাজি হয়েছেন শরদ কেলকার।

আরও পড়ুন: নতুন বছরে অনুরাগীদের হৃদয়ে কী লিখে রাখতে বললেন ক্যাটরিনা

রীতেশ দেশমুখ। ফাইল চিত্র।

তবে শিবাজির বায়োপিক হলে আর শরদ নন, তখন মূল ভূমিকায় চাই রীতেশ দেশমুখকেই। জানিয়েছেন অজয়। সঙ্গে এও বলেছেন, তিনি ছত্রপতি শিবাজির বায়োপিক করার কথা ভাবছেন। তবে প্রধান ভূমিকায় কাকে পছন্দ, তার বাইরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুই প্রকাশ করতে চাননি তিনি।

অন্য বিষয়গুলি:

Ajay Devgan Kajol Riteish Deshmukh Tanhaji the Unsung Warrior অজয় দেবগণ কাজল রীতেশ দেশমুখ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy