মহাভারত ধারাবাহিকের চরিত্ররা। ছবি টুইটার থেকে সংগৃহীত।
‘রামায়ণ’-এর পর ‘মহাভারত’-ও পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শনিবার থেকে রোজ ডিডি ভারতীতে দেখানো হবে মহাকাব্য-ভিত্তিক এই ধারাবাহিক। শুক্রবার এই ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
তিনি বলেছেন, ‘‘আগামিকাল শনিবার ২৮ মার্চ থেকে জনপ্রিয় সিরিয়াল ‘মহাভারত’ পুনঃসম্প্রচারিত হবে। রোজ দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় ডিডি ভারতীতে দেখানো হবে।’’
বি আর চোপড়ার এই ‘মহাভারত’-এ আমরা দেখেছিলাম টেলিজগতের জনপ্রিয় অভিনেতাদের। নীতিশ ভরদ্বাজ, পুনীত ঈশ্বর, রূপা গঙ্গোপাধ্যায়, মুকেশ খন্না, গজেন্দ্র চৌহ্বান অভিনয় করেছিলেন সেই ধারাবাহিকে। দেখুন সেই টুইট—
Happy to announce that DD Bharati will relay from tomorrow Saturday 28th March, the popular serial 'Mahabharat' at 12 noon and 7 pm every day: Prakash Javadekar, Information & Broadcasting Minister (file pic) pic.twitter.com/9Ag6sltywR
— ANI (@ANI) March 27, 2020
১৯৮৮ সালে ‘রামায়ণ’-এর সম্প্রচার শেষ হওয়ার পরের রবিবার সকালেই শুরু হয় ‘মহাভারত’। তখন দূরদর্শনই ছিল দেশে একমাত্র চ্যানেল, আর বেশির ভাগ ঘরে টিভি না থাকায় গোটা পরিবার, পাড়া-প্রতিবেশীরা মিলে এক জায়গায় বসে দেখতেন ‘রামায়ণ’, ‘মহাভারত’। লকডাউন পরিস্থিতি যেন সেই সময়ে ফিরিয়ে নিয়ে গেল। কেবল ফারাক এই, এবার এই সব ধারাবাহিক দেখতে হবে বিচ্ছিন্ন হয়ে, একা অথবা সহ-দর্শকের সঙ্গে নিদেন পক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে।
আরও পড়ুন: দর্শকদের দাবিতে ফের দূরদর্শনে আসছে রামানন্দ সাগরের রামায়ণ
আরও পড়ুন: কী ভাবে কাটছে ঋতাভরীর কোয়রান্টিন পিরিয়ড?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy