Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mahabharata

রামায়ণের পর মহাভারত, আজ থেকে ফের পুনঃসম্প্রচার

শুক্রবার এই ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। 

মহাভারত ধারাবাহিকের চরিত্ররা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

মহাভারত ধারাবাহিকের চরিত্ররা। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ১২:১৯
Share: Save:

‘রামায়ণ’-এর পর ‘মহাভারত’-ও পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শনিবার থেকে রোজ ডিডি ভারতীতে দেখানো হবে মহাকাব্য-ভিত্তিক এই ধারাবাহিক। শুক্রবার এই ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

তিনি বলেছেন, ‘‘আগামিকাল শনিবার ২৮ মার্চ থেকে জনপ্রিয় সিরিয়াল ‘মহাভারত’ পুনঃসম্প্রচারিত হবে। রোজ দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় ডিডি ভারতীতে দেখানো হবে।’’

বি আর চোপড়ার এই ‘মহাভারত’-এ আমরা দেখেছিলাম টেলিজগতের জনপ্রিয় অভিনেতাদের। নীতিশ ভরদ্বাজ, পুনীত ঈশ্বর, রূপা গঙ্গোপাধ্যায়, মুকেশ খন্না, গজেন্দ্র চৌহ্বান অভিনয় করেছিলেন সেই ধারাবাহিকে। দেখুন সেই টুইট—

১৯৮৮ সালে ‘রামায়ণ’-এর সম্প্রচার শেষ হওয়ার পরের রবিবার সকালেই শুরু হয় ‘মহাভারত’। তখন দূরদর্শনই ছিল দেশে একমাত্র চ্যানেল, আর বেশির ভাগ ঘরে টিভি না থাকায় গোটা পরিবার, পাড়া-প্রতিবেশীরা মিলে এক জায়গায় বসে দেখতেন ‘রামায়ণ’, ‘মহাভারত’। লকডাউন পরিস্থিতি যেন সেই সময়ে ফিরিয়ে নিয়ে গেল। কেবল ফারাক এই, এবার এই সব ধারাবাহিক দেখতে হবে বিচ্ছিন্ন হয়ে, একা অথবা সহ-দর্শকের সঙ্গে নিদেন পক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে।

আরও পড়ুন: দর্শকদের দাবিতে ফের দূরদর্শনে আসছে রামানন্দ সাগরের রামায়ণ

আরও পড়ুন: কী ভাবে কাটছে ঋতাভরীর কোয়রান্টিন পিরিয়ড?

অন্য বিষয়গুলি:

Lockdown Mahabharata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy