Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Music Industry

সোনুর পাশে আদনান, ফিল্ম ইন্ডাস্ট্রির ছায়া মিউজ়িক জগতেও

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে আদনানের বক্তব্য, ‘‘নবাগত বা প্রতিষ্ঠিত শিল্পী, কম্পোজ়ার, প্রোডিউসর—কাউকে রেয়াত করা হয় না।”

আদনান-আলিশা।

আদনান-আলিশা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০০:০৫
Share: Save:

সোনু নিগমের পরে আদনান সামী! বেআব্রু হিন্দি মিউজ়িক ইন্ডাস্ট্রি। সুশান্ত সিংহ রাজপুতের অকালমুত্যুর পরে বিনোদন দুনিয়ার বিভিন্ন শাখায় উঠছে পরপর অভিযোগ। স্বজনপোষণ, বিভেদকামী রাজনীতি, নতুন শিল্পীকে কোণঠাসা করার মতো ঘটনায় সামনে আসছে বড় নাম। মিউজ়িক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে গত ক’দিনে প্রথম সরব হয়েছিলেন সোনু নিগম। মঙ্গলবার সোনুর পথেই হাঁটলেন আদনান সামী ও আলিশা চিনয়।

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে আদনানের বক্তব্য, ‘‘নবাগত বা প্রতিষ্ঠিত শিল্পী, কম্পোজ়ার, প্রোডিউসর—কাউকে রেয়াত করা হয় না। ইন্ডাস্ট্রির স্বঘোষিত ‘ভগবান’দের কথামতো না চললেই তুমি আউট।’’ মিউজ়িক মাফিয়াদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘অতীত থেকে কোনও শিক্ষাই কি পাননি? শিল্প ও সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করা যায় না। তৈরি থাকুন বা না থাকুন, পরিবর্তন আসছে।’’ রিমিক্সের ট্রেন্ডকেও কটাক্ষ করেছেন আদনান।

তাঁর পোস্টেই আলিশা চিনাই নামাঙ্কিত একটি প্রোফাইল থেকে কমেন্ট করা হয়েছে। তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন আলিশা, ‘‘মিউজ়িক ও ফিল্ম ইন্ডাস্ট্রি টক্সিক জায়গা। এখানকার মাফিয়ারা ক্ষমতার জোরে ভয় দেখিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। কর্মক্ষেত্রে নীতিবোধ মেনে চলা ও পক্ষপাতহীন হওয়ার গুণগুলি এখানে বিরল। শিল্পীদের সম্মান না দিয়ে তাঁদের কনট্র্যাক্টের জালে ফাঁসানো হয়।’’

এ দিকে সোমবার একটি ভিডিয়ো পোস্ট করে টি-সিরিজ়ের কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সোনু নিগম। তার জবাবে ভূষণের স্ত্রী দিব্যা খোসলা কুমার একটি পোস্ট দিয়েছেন। সোনুর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘ভূষণের সঙ্গে এতই যদি আপনার সমস্যা ছিল, তবে আগে বলেননি কেন? এই ব্যানারে গান গেয়ে আপনি কেরিয়ারে কত দূর এগিয়েছেন... আপনার বাবার অনেক ভিডিয়ো আমি শুট করেছি। তিনি অন্তত কৃতজ্ঞ ছিলেন।’’ দিব্যার মতে, সোনুর এই হুমকি আসলে প্রচারের ফিকির। ‘অকৃতজ্ঞ’, ‘ঠগ’ বলেও সোনুকে কটাক্ষ করেছেন দিব্যা।

এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির অন্য একটি দিকও তুলে ধরেছেন গায়িকা শিল্পা রাও। তাঁর কথায়, ‘‘মেনস্ট্রিম ছবির গানে এখন মহিলা কণ্ঠ খুঁজেই পাওয়া যায় না। কারণ কম্পোজ়ার-প্রযোজকেরাই বলতে পারবেন।’’

অন্য বিষয়গুলি:

Music Industry Nepotism Alisha Chinai Adnan Swami Sonu Nigam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy