জুহুর ‘ইসকন’-এ অভিনেত্রী শ্বেতা আগরওয়াল ও গায়ক আদিত্য নারায়ণের বিয়ে হল মঙ্গলবার। নিমন্ত্রিতদের তালিকায় যদিও বলিউডের তারকাদের জ্বলজ্বল করছিল, কিন্তু কোভিড পরিস্থিতিতে তাঁরা এসে উঠতে পারেননি। দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, নরেন্দ্র মোদী, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র, মাধুরী দীক্ষিত প্রমুখকে নিমন্ত্রণ করেছিলেন বলে জানিয়েছিলেন আদিত্য। ছোটর মধ্যেও বেশ জমাকালো বিয়ে হয় দীর্ঘ ১০ বছরের প্রেমিক-প্রেমিকার।
বুধবার বরমাল্য পরানোর একটি ভিডিও শেয়ার করলেন আদিত্য। কিন্তু ভিডিওর শেষে রয়েছে একটি টুইস্ট। প্রকট হয়েছেন অমিতাভ বচ্চন। গলায় মালা পরানোর সময়ে শ্বেতাকে কোলে তুলে নেন বন্ধুরা। দেখা যাচ্ছে, তাতে একটু হতাশ হলেন আদিত্য। কিন্তু বরপক্ষ হার মানেনি। ততটাই উঁচুতে তুলে ধরেন আদিত্যকে। শ্বেতার গলায় পরিয়ে দিলেন মালা। ঠিক পরমুহূর্তেই অমিতাভ বচ্চন খুশিতে নেচে উঠলেন। চিৎকার করে বললেন, ‘‘পেরেছে ওরা! পৌঁছে গিয়েছে আমাদের ছেলেরা ওখানে!’’
কিন্তু বিয়েতে অমিতাভ বচ্চন তো ছিলেন না! তবে? বন্ধুদের কীর্তিকলাপ আর কী! ভিডিওটির শেষে অমিতাভ বচ্চনের একটি ছবির ক্লিপিং কেটে বসিয়ে দিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে আদিত্য ক্যাপশন দিলেন, ‘ভিডিওর কৃতিত্ব যাচ্ছে আমার সবথেকে ভাল ও বুদ্ধু বন্ধু অমুপম সরোজের কাছে। মহান অমিতাভ বচ্চনকে ভিডিওতে এনেছে সে।’
আরও পড়ুন: প্যান্ট ফাটল বরমাল্য পরাতে গিয়ে, পাজামায় সাত পাক ঘুরলেন আদিত্য নারায়ণ