‘আদিপুরুষ’-এর লক্ষ্মণ, রাম এবং সীতা। ফাইল চিত্র।
রামায়ণ নিয়ে তৈরি দক্ষিণী ছবির ‘টিজার’ মুক্তি পাবে রামের জন্মভূমিতেই!
কন্নড় ছবি ‘আদিপুরুষ’-এ রামকে যোদ্ধারূপে কল্পনা করে নতুন করে বলা হবে রামায়ণের গল্প। রাম সেখানে ‘বীর রাঘব’। সেই ভূমিকায় দেখা যাবে দক্ষিণের অভিনেতা ‘বাহুবলী’ প্রভাসকে। টি-সিরিজ প্রযোজিত ওই ছবির প্রচারের সূচনা কাহিনীর আদিস্থল অযোধ্যাতেই করতে চাইছেন ফিল্মমেকাররা।
বিজয়া দশমীতে দাশরথি রাম বধ করেছিলেন রাবণকে। আগামী ৫ অক্টোবর দুর্গাপুজোর দশমী। সব ঠিক থাকলে ওই দিনই অযোধ্যায় মুক্তি পেতে পারে আদিপুরুষ ছবির প্রথম কয়েক ঝলক। সূত্রের খবর ‘আদিপুরুষ’-এর অযোধ্যা-প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি প্রযোজক বা পরিচালকদের তরফে।
২০২৩ সালের জানুয়ারিতেই মুক্তি পাওয়ার কথা ছবিটির। শ্যুটিং অনেক আগেই সম্পূর্ণ হয়েছে। অক্টোবর থেকেই শুরু হবে প্রচার। রামায়ণ নিয়ে তৈরি বিগ বাজেটের ছবিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন কৃতি শ্যানন। তাঁর চরিত্রের নাম জানকী। রাবণের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। লক্ষ্মণের চরিত্রে থাকবেন সানি সিং। বস্তুত কন্নড় ছবি হলেও বলিউডের বহু অভিনেতাকেই দেখা যাবে ‘আদিপুরুষ’-এ। ছবির পরিচালনা করেছেন ওম রাউত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy