‘টুম্পা’দ্বয়
৯ অক্টোবর ভোর সাড়ে ৫টায় তাঁর হোয়াটসঅ্যাপে মীরের মেসেজ এবং গানের একটি লিঙ্ক। ঘুম ভেঙেই সেই গান শুনে হতবাক ‘টুম্পা’ ওরফে সুদীপ্তা চক্রবর্তী। টুম্পা সোনার গান শুনে তিনি প্রচণ্ড খুশি। এক সংবাদমাধ্যমে মীরের সঙ্গে কাজ করার সুবাদে মীর দেখেছেন সুদীপ্তার এক সহকর্মী তাঁকে নাকি সুরে ‘টুম্পা-আ-আ’ বলে ডাকতেন। সেই কথা মনে রেখেই মীর মজা করে যেখানেই সুদীপ্তার সঙ্গে দেখা হোক, ডাকতেন, ‘টুম্পা-আ-আ’। সেই মীর প্রথম সুদীপ্তাকে টুম্পা গান শেয়ার করেন। এই প্রথম ‘টুম্পা’ গান নিয়ে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা বলতে গিয়ে সুদীপ্তা বললেন, “অনেক বার এই টুম্পা গান শুনেছি। দূর দূর থেকে আমার বন্ধুরা প্রায়ই এই গানের লিঙ্ক পাঠিয়ে শুনতে বলে। ভীষণ মজা পাই। হাসি। দীপাংশু আর সায়নকে সাধুবাদ এই বুদ্ধিদীপ্ত গানের জন্য।” ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেমন সকলের ‘বুম্বাদা’, তেমনই সুদীপ্তা চক্রবর্তী হয় ‘টুম্পা’ নয় ‘টুম্পাদি’। সেই প্রসঙ্গ টেনে এনে সুদীপ্তা বললেন, “আমি ভাবছি দীপাংশু আর সায়নকে ফোন করে এ বার বলব, ‘টুম্পা’ তো হল। এ বার ‘টুম্পাদি’-কে নিয়ে গান লেখ প্লিজ!”
বেশ কিছু দিন আগে কোভিড থেকে সেরে উঠেছেন অভিনেত্রী সুদীপ্তা। খুব শিগগিরি আবার শুরু করবেন অভিনয় শেখানোর কাজ।
আরও পড়ুন: মাত্র ২৮-৩০ বছর বয়সে অক্ষয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে হয়: শেফালি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy