শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। ছবি: সংগৃহীত।
দীপাবলির আবহে লক্ষ্মী এসেছে ঘরে। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। কালীপুজোয় বেশ কিছু ছবি প্রকাশ করেন তারকা-দম্পতি। সেই ছবিতে ইঙ্গিত মেলে শ্রীময়ীর স্ফীতোদরের। যদিও তখনও কিছু জানাননি তাঁরা। তবে শনিবার সন্ধ্যায় নিজেরাই সুখবর দিলেন সমাজমাধ্যমে।
সংসারে নতুন সদস্য আসতে চলেছে, এই ব্যাপারে একেবারেই নীরব ছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। আড়াল করে রেখেছিলেন সুখবর। তবে রবিবার শ্রীময়ী নিজেই ভাগ করে নিলেন অন্তঃসত্ত্বা অবস্থার কথা। কেমন ছিল মাতৃত্বকে স্বাগত জানানোর আগের অবস্থা?
এ দিন শ্রীময়ী নিজেই স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনেন। অভিনেত্রীর চোখেমুখে মাতৃত্বের লাবণ্য। ছবির ক্যাপশনে শ্রীময়ী লেখেন, “এ এক দীর্ঘ সফর। টানা ৯ মাসের সফর। বহু আবেগের মুহূর্ত রয়েছে। শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ।”
শ্রীময়ী-কাঞ্চন মেয়ের নাম রেখেছেন কৃষভি। অভিনেতা লিখেছেন, “অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে আমার ছোট্ট পরীর আগমন হয়েছে। ওকে নিজের চোখে দেখার পরে বুঝেছি, সে সব যন্ত্রণা, আবেগের ওঠাপড়া এই আনন্দের কাছে কিছুই না।”
সন্তান জন্ম দেওয়ার পরে শ্রীময়ী হাসপাতাল থেকে বলেছিলেন, ‘‘মেয়ে ভাল আছে। আমিও ভাল আছি। তবে ধকল গিয়েছে একটু। তাই ক্লান্তি রয়েছে।’’ এ-ও জানিয়েছেন, খুশিতে আত্মহারা কাঞ্চন। কালীপুজোর পরেই বাড়িতে কন্যাসন্তান! বিধায়ক-অভিনেতার মতে, দেবীই কন্যা রূপে এসেছেন তাঁর ঘরে। তবে কার মতো দেখতে হয়েছে, এখনই বুঝতে পারছেন না নতুন মা-বাবা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy