মেয়ে কৃষভি আগের তুলনায় শক্তপোক্ত। দিদার কাছে দিব্যি থাকে। নিজের মায়ের কাছে একরত্তিকে রেখে এ দিক-ও দিক যাচ্ছেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ। এ বার কি বিনোদন দুনিয়ায় ফেরার পালা? তিনি ছোট পর্দায় ফিরছেন, সে খবর ইতিমধ্যেই প্রকাশ্যে। সোমবার জানা গিয়েছে, বহু বছর পরে আবার বড় পর্দায় ফিরছেন শ্রীময়ী। খবর, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এ তাঁকে দেখা যাবে। রবিবার তিনি তাঁর অংশের শুটিং সেরেছেন।
খবর সত্যি? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন খবর সত্যি। বলেছেন, “আমায় অতিথি চরিত্রে দেখা যাবে। এক দিনের কাজ ছিল। রবিবার মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের সঙ্গে শুটিং সারলাম। এর বেশি কিছু বলতে পারব না।” কাঞ্চনের বিপরীতে দেখা যাবে তাঁকে? শ্রীময়ী জানিয়েছেন, কাঞ্চনের বিপরীতে তাঁকে দেখা যাবে না। তবে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তাঁর কথায়, “প্রথম নন্দিতাদি-শিবপ্রসাদদার সঙ্গে কাজ। কী ভাল যে লাগল! আমি ওঁদের কাছে কৃতজ্ঞ।” প্রসঙ্গত, এর আগে বড় পর্দায় একটি ছবিতেই অভিনয় করেছিলেন শ্রীময়ী। ছবির নাম ‘খিলাড়ি’।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আইনি বিয়ের বর্ষপূর্তিতে তিনি আর কাঞ্চন উজ্জ্বয়িনী গিয়েছিলেন। মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে। ফেরার পথে ফোন আসে উইন্ডোজ় প্রযোজনা সংস্থার কাহিনি-চিত্রনাট্যকার জ়িনিয়া সেনের তরফ থেকে। পরিচালক জুটির হয়ে জ়িনিয়া তাঁকে জানান, শ্রীময়ীকে একটি চরিত্রের জন্য বাছা হয়েছে। ছোট হলেও চরিত্রটি গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অভিনেত্রী। অন্য দিকে, স্টার জলসায় স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন ধারাবাহিক আসছে। প্রাথমিক নাম ঠিক হয়েছে ‘বুলেট সরোজিনী’। সেখানেই মায়ের চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে।