এক প্রেমের টানে ধর্ম ছেড়েছিলেন। আর এক প্রেমের টানে কি দেশ ছাড়তে চলেছেন? রাখি সবন্তের সাম্প্রতিক মন্তব্য সে রকমই ইঙ্গিত দিচ্ছে।
রাখি মানেই বিতর্ক, রাখি মানেই চর্চা। তাঁকে দেখলেই ঘিরে ধরেন ছবিশিকারিরা। তেমনই এক মুহূর্তে রাখি বললেন, “প্রাক্তন স্বামী আদিল খান দুরানি ছেড়ে চলে গিয়েছেন। ওকে মনে রাখার আর কোনও প্রয়োজন নেই। এ বার আমি সুখে-শান্তিতে পাকিস্তানেই বসবাস করব!”
সামনে ইদ। আদিলকে বিয়ের সুবাদে হিন্দু ধর্ম ছেড়েছেন রাখি। এখন তিনি রোজা রাখছেন। উপোস করছেন। নমাজ পড়ছেন। তাঁর দাবি, তিনি শান্তিতেই রয়েছেন। আগামী দিন কী ভাবে কাটাবেন তার পরিকল্পনাও করে ফেলেছেন। তারই কিছুটা ফাঁস ছবিশিকারিদের ভাগ করে নেওয়া ভিডিয়োবার্তায়। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “এখন এক মাস রমজান। দিনে পাঁচ বার নমাজ পড়তে হবে। উপোসী থাকব। যাতে নিয়ম মেনে রোজা পালন করতে পারি।” তিনি এ-ও জানান, অতীত আঁকড়ে কোনও লাভ নেই। পাকিস্তানে নতুন ভাবে জীবন শুরু করতে চান। সকলে আবার তাঁকে আগের মতোই হাসিখুশি দেখবেন।
আরও পড়ুন:
কোনও না কোনও ঘটনাসূত্রে রাখি সদাচর্চিত। কখনও পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে নিয়ে বক্তব্য রেখেছেন। জানিয়েছেন, হানিয়া নাকি ভারতীয় হিন্দি ছবিতে কাজ করতে ইচ্ছুক। বিশেষ করে সলমন খানের বিপরীতে। যদিও পাক নায়িকা পরে জানান, তিনি কর্ণ জোহরের পরিচালনায় কাজ করতে চান। সম্প্রতি, রাখির নাম জড়িয়েছে রণবীর ইলাহাবাদিয়ার সঙ্গে। অভিনেত্রী ‘ইন্ডিয়া গট ল্যাটেন্ট’ রিয়্যালিটি শো-তে যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানেই অশ্লীল মন্তব্য করে কাঠগড়ায় রণবীর। জানা গিয়েছে, এই বিষয়ে জেরা করা হবে রাখিকেও। এ ছাড়াও, গত মাসে তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেও চর্চায় ফিরেছেন তিনি। এ বার নাকি পুলিশে কর্মরত পাত্রকে বেছে নিয়েছেন, নাম দোদি খান। ইনি একাধারে পুলিশ, আবার অভিনেতাও। পাকিস্তানে গিয়ে নাকি বহু বিয়ের প্রস্তাব পেয়েছেন রাখি। সেখান থেকেই বেছে নিয়েছেন দোদিকে।
রাখির কথায়, ‘‘ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালবাসি।’’ রাখি জানান, বিয়ে হবে পাকিস্তানে, ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডস। সংসার পাতবেন দুবাইয়ে। যদিও দোদি অভিনেত্রীর স্বপ্নে জল ঢেলে জানিয়েছেন, রাখিকে বিয়ে করছেন না তিনি। তাঁরা পরস্পর খুবই ভাল বন্ধু।