Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Hina Khan

নিজের হাতে চুল কেটে ফেললেন হিনা! নতুন রূপে মেয়েকে দেখে আবেগঘন অভিনেত্রীর মা কী করলেন?

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাড়িতেই কেশসজ্জা শিল্পীর সাহায্যে নিজে হাতে চুল কাটছেন হিনা। মেয়েকে চুল কাটতে দেখে কেঁদে ফেলেন হিনার মা।

Actress Hina Khan cuts her hair and shares the video on social media

হিনা খান। ছবি-সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১২:৫৯
Share: Save:

নিজের হাতে কেটে ফেললেন নিজের প্রিয় চুলগুলি। হিনা খান। অভিনেত্রী স্তন ক্যানসারে আক্রান্ত। মারণরোগ ধরা পড়ার খবর নিজেই জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই প্রথম কেমো নিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। এ বার নিজে হাতে চুল কাটলেন হিনা। চুল কাটার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাড়িতেই কেশসজ্জা শিল্পীর সাহায্যে নিজের হাতে চুল কাটছেন হিনা। মেয়েকে চুল কাটতে দেখে কেঁদে ফেলেন হিনার মা। মাকে আশ্বস্ত করে হিনা বলেন, “চিন্তা কোরো না মা। এ তো শুধু চুল। তুমিও তো কত বার ছোট করে চুল কেটেছ।”

চুল কাটার পরে নতুন রূপে মেয়েকে দেখে আগলে নেন হিনার মা। ভিডিয়ো পোস্ট করে তার ক্যাপশনে হিনা লিখেছেন, “মায়ের কান্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। জীবনে যা কল্পনা করার সাহসও হয়নি, আজ তার সাক্ষী থাকলেন তিনি।”

হিনা তাঁর পোস্টে আরও লেখেন, “বহু মানুষ এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন। বিশেষ করে মহিলাদের জন্য এই লড়াই আরও কঠিন। আমাদের জন্য চুলটাই মুকুটের মতো। এই মুকুট আমরা কখনওই খুলে ফেলতে চাই না। কিন্তু কঠিন লড়াই লড়তে গেলে নিজের গর্ব ও নিজের মুকুট মাথা থেকে খুলে ফেলতে হয়। এই লড়াই জিততে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর আমি এই লড়াই জয় করার সিদ্ধান্ত নিয়েছি।”

ক্যানসারের লড়াইয়ে মনের জোর হারাচ্ছেন না বলে জানিয়েছেন হিনা। অভিনেত্রী বলছেন, “চুল আবার গজাবে, ভ্রু আবার তৈরি হবে, ক্ষত শুকিয়ে যাবে। কিন্তু মনের জোর একই থাকবে।” সব শেষে হিনা লিখেছেন, “ঈশ্বর আমাদের যন্ত্রণা দূর করুন এবং জয়ী হওয়ার শক্তি দিন। আমার জন্য দয়া করে প্রার্থনা করুন আপনারা।”

অন্য বিষয়গুলি:

Hina Khan Cancer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy