Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Actor

১২ সেকেন্ডে অন্য পুরুষ থেকে প্রিয় শিলাজিতের কাছেই ফিরলেন শ্রীলেখা

১২ সেকেন্ড ১২ মিনিটে ধরে মানুষের জীবনের ভাল-মন্দকে ছোট্ট করে বলার চেষ্টা করেছেন পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায়।

অনেক বিতর্ক পিছনে ফেলে ছবির দুনিয়ায় শ্রীলেখা মিত্র।

অনেক বিতর্ক পিছনে ফেলে ছবির দুনিয়ায় শ্রীলেখা মিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১৩:০১
Share: Save:

১২ সেকেন্ড যেন আস্ত একখানা ‘ঝড়’ শিলাজিতের জীবনে। সামান্য এইটুকু সময় জানিয়ে দিল স্ত্রী সৃজিতা অন্য পুরুষে আসক্ত। ছেলে কোকেনের নেশায় বুঁদ। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক গড়েছে!

এক সঙ্গে এতগুলো ঘটনা তছনছ হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু তছনছ হননি শিলাজিৎ। কারণ, পুরোটাই ঘটেছে স্বপ্নে! সেই ১২ সেকেন্ড ১২ মিনিটে ধরে মানুষের জীবনের ভাল-মন্দকে ছোট্ট করে বলার চেষ্টা করেছেন পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায়।

লকডাউন কি মানুষের সাদা-কাল দিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে? তাই এই ছবি? অংশুমানের দাবি, ‘‘শুধু সাদা-কালো নয়, মানুষের ‘ভিতরের আমি’ ‘বাইরের আমি’ও ধরা দিয়েছে গত ৮ মাসে। তাকে ধরে রাখার লোভ সামলাতে পারিনি। তাই মনের গভীরে লুকিয়ে থাকা ‘গোপন আমি’র হদিশ দিতেই বানালাম শর্ট ফিল্ম ‘১২ সেকেন্ড।’’

অংশুমানের ক্যামেরায় স্বপ্ন ঘুরেছে দেবাঞ্জনকে ঘিরে। শিলাজিৎ যাকে জীবন্ত করেছেন। পরিচালকের মতে, দেবাঞ্জনের পাগলামো ধরতে পারতেন দু’জন অভিনেতা, শিলাজিৎ আর ঋত্বিক চক্রবর্তী। শিলাজিৎ অংশুমানের কমফোর্ট জোন। তাই তিনিই মুখ্য ভূমিকায়। শ্রীলেখা মিত্র তাঁর স্বপ্নসঙ্গিনী। পর্দায় ফের স্বামী-স্ত্রী। অনেক বিতর্ক পিছনে ফেলে ছবির দুনিয়ায় শ্রীলেখা ফিরেছেন অংশুমানের এই ছবি দিয়েই। যদিও ‘সৃজিতা’ চরিত্র খুব নতুন নয় তাঁর কাছে। তবু কিসের আকর্ষণে রাজি হলেন? প্রশ্নের উত্তরে আনন্দবাজার ডিজিটালকে শ্রীলেখা বললেন, ‘‘আকর্ষণের একাধিক কারণ। নতুনদের সঙ্গে কাজের উত্তেজনা। শিলাজিতের সঙ্গে ফের জুটি বাঁধার সুযোগ। ভাল গল্প। এবং এঁরা তথাকথিত চেনাজানাদের থেকে অনেক বেশি যেন নিরাপদ। তাই...।’’

পর্দায় ফের স্বামী-স্ত্রী’র চরিত্রে শিলাজিৎ এবং শ্রীলেখা।

১২ সেকেন্ডে একজন ভাল অভিনেতার ‘খিদে’ পূরণ হয়েছে? একটু চিন্তার পর শ্রীলেখার মত, ‘‘মনস্তত্ত্ব আমার প্রিয় বিষয়। তাই এই কাজ বারেবারে করলেও একঘেয়েমি আসে না। তা ছাড়া, এই ধরনের চরিত্র বাইরে থেকে দেখলে ‘এক’ মনে হয়। অভিনয়ের সময়ে দেখা যায় প্রচুর শেড। আমি খুশি।’’

তার পরেই স্বগতোক্তি, অনেক দিন কমেডি চরিত্র পাননি তিনি। বেশ মুচমুচে, ব্যঙ্গের রসে জড়ানো এই ছবি, যা অভিনয় করতে করতে তৃপ্তি দেবে।

ছবিতে দেখা যাবে নতুন দুই মুখ অরূপ, এনাক্ষীকে। পরিচালকের ভাষায় এঁরা লম্বা রেসের ঘোড়া। গানের দায়িত্বে রুদ্র সরকার। বাংলা ছবিতে সম্ভবত এই প্রথম টাইটেল সং-এ র্যাপ শোনা যাবে। যা লিখেছেন সৈকত ঘোষ। চিত্রনাট্যে সুপর্ণা ঘোষ মিত্র।

অন্য বিষয়গুলি:

Sreelekha Mitra Actor Short Film Silajit Majumdar 12 Seconds
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy