দুই পরিবারে সমতা বজায় রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখলেন না শাকিব খান। তাই দুই পক্ষের সন্তানদের নিয়ে মার্চ মাস জুড়ে উদ্যাপনে মাতলেন অভিনেতা। গত মাসে তাঁর জন্মদিন, ছোট ছেলে বীরের জন্মদিন, আবার ইদ। ‘বরবাদ’ নায়কও ছুটির মেজাজে। তিন দিনই পালা করে দুই ছেলে আব্রাম খান জয় এবং শেহনাজ় খান বীরের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী। যা দেখে অনুরাগীদের দাবি, ব্যক্তিজীবনেও ভারসাম্য রাখতে শিখে গিয়েছেন শাকিব!

আব্রাম, বীর— দুই ছেলেকে নিয়ে জন্মদিনে শাকিব। ছবি: ফেসবুক।
২৮ মার্চ নায়কের জন্মদিন। শাকিবের ঘুম ভেঙেছে অনুরাগী, সহ-অভিনেতা, কাছের মানুষদের শুভেচ্ছায়। সকলকে পিছনে ফেলে দিয়েছে দুই সন্তান। আব্রাম, বীর— দু’জনেই বাবাকে দু’রকমের কেক উপহার দিয়েছিল। রেড ভেলভেট কেক বড় ছেলের পছন্দ। কেকের উপর সুন্দর করে লেখা, ‘হ্যাপি বার্থডে মাই কিং পাপা’। বাবার প্রতি ভালবাসা শুধু কেকের উপরেই সীমাবদ্ধ থাকেনি। একটি ক্যানভাসে নিজের হাতে বাবাকে নিয়ে কিছু কথাও লিখে এনেছিল আব্রাম। সঙ্গে ছোট্ট হাতের আঁকিবুঁকি। স্বাভাবিক ভাবেই দেখে খুশির জোয়ার শাকিবের মনে। বড় ছেলের সঙ্গে হাসিমুখে কেক কাটতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি অভিনেত্রী অপু ভাগ করে নেন তাঁর সমাজমাধ্যমে। বিবরণীতে লেখেন, “সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা-ছেলে এক অন্য রকম বন্ধন, যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালবাসায় ভরিয়ে দিন।”
আরও পড়ুন:
একই দিনে কেক এনেছিল ছোট ছেলেও। বাবা রুপোলি পর্দার তারকা। তাই বীরের পছন্দ তারার আদলে বানানো সাদা-নীল রঙের কেক। তাকেও কোলে নিয়ে কেক কাটতে দেখা যায় অভিনেতাকে। কেকের উপর বীরের তরফে লেখা, ‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’ বিশেষ এই মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে বুবলী লেখেন, “পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে। মনে হয় যেন এসকে মাস!” প্রসঙ্গত, ২৩ মার্চ ছিল বীরের জন্মদিন। এ দিন ছেলেকে নিয়ে গাড়ির আদলে তৈরি কেক কেটেছিলেন নায়ক। সেই ছবি ভাগ করে নায়িকা লিখেছিলেন, “বাবা-ছেলের ভালবাসা কোনও বাধা মানে না।”

ইদে আব্রামের সঙ্গে, বীরের জন্মদিনে শাকিব। ছবি: ফেসবুক।
দুই অভিনেত্রীও তাঁদের স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যেমন বুবলীর দাবি, শাকিব বাংলা ছবির মহারাজা। অপুর চোখে, অভিনেতার তুলনা শাহরুখ খান! এ ছাড়া, ইদের দিনেও সন্তানদের সঙ্গে কাটাতে দেখা যায় শাকিবকে।