Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Satyajeet Dubey

বলিউড অভিনেতার মা এ বার করোনা আক্রান্ত

করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। রেহাই পায়নি বলিউডও।

সত্যজিৎ দুবে।

সত্যজিৎ দুবে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২০ ১৬:৪০
Share: Save:

চলছে তৃতীয় দফার লকডাউন। এরই মধ্যে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। রেহাই পায়নি বলিউডও। করোনার আঁচ এসে পড়েছে সেলেবদের অন্দরেও। কণিকা কপূর, মোরানি পরিবারের পর এ বার করোনার শিকার অভিনেতা সত্যজিৎ দুবের মা।

ইনস্টাগ্রামে ভক্তদের সেই খবর জানিয়ে, সত্যজিৎ লেখেন, “গত কয়েকটা দিন আমাদের পরিবারের জন্য বেশ কঠিন সময় ছিল। মা’র শরীর ভাল ছিল না। মাইগ্রেনের ব্যথা, জ্বর, সারা শরীরে ব্যথা হচ্ছিল ক্রমাগত। আমরা কোভিড পরীক্ষার জন্য নিয়ে যাই। রেজাল্ট পজেটিভ আসে। আমরা তক্ষুণি মা’কে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করি। আমি নিশ্চিত মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে।”

তিনি এবং তাঁর বোন আপাতত বাড়িতে আইসোলেশনেই রয়েছেন বলে জানান অভিনেতা। যেহেতু তাঁদের শরীরে এখনও পর্যন্ত করোনার কোনও লক্ষণ প্রকাশ পায়নি, তাই আপাতত পর্যবেক্ষণেই রয়েছেন তাঁরা। সত্যজিৎআরও জানান, এই কঠিন সময়ে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা এগিয়ে এসেছেন সাহায্যে। সঞ্জয় দত্ত, আলি ফয়জল, টিস্কা চোপড়া...এই কঠিন পরিস্থিতে তাঁরাও সর্বক্ষণ পাশে আছেন বলেই জানান তিনি।

আরও পড়ুন- প্রিয়জনকে হারালেন অক্ষয়, পরিবারে শোকের ছায়া

দেখুন সত্যজিতের পোস্ট

We shall over come, sooner than later. Love and light.

A post shared by सत्यजीत/Satyajeet Dubey (@satyajeetdubey) on

চারিদিকে যা অবস্থা, হাসপাতালে বেড অপ্রতুল, তা সত্ত্বেও হাসপাতালে মায়ের জন্য বেডের ব্যবস্থা করায় ধন্যবাদ জানিয়েছেন ডাক্তারদেরও। সত্যজিৎ লিখেছেন, “করোনা যোদ্ধা, অসম্ভব ভাল ডাক্তারদের যে ভাবে ভালবাসা পাচ্ছি তা সত্যিই অবর্ণনীয়।”

আরও পড়ুন- ‘বয়ফ্রেন্ড’ ভিকির জন্মদিনে কী লিখলেন ক্যাটরিনা?

তাঁর সেই পোস্টে শুভ কামনা জানিয়েছেন আর এক করোনাজয়ী অভিনেত্রী জোয়া মোরানিও। রিচা চাড্ডা, অদিতি সিংহ শর্মার মতো অভিনেত্রীও তাঁর মায়ের সুস্থতা কামনা করে কমেন্ট করেছেন সত্যজিতের সেই পোস্টে।

‘অলওয়েজ কাভি কাভি’, ‘প্রস্থানম’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সত্যজিৎ। এ ছাড়াও ‘ঝাঁসি কি রানি’ ধারাবাহিকে নানাসাহেবের চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। অভিনয় করেছেন ‘মহারাজ কি জয় হো’ ধারাবাহিকেও।

অন্য বিষয়গুলি:

Satyajeet Dubey Bollywood Coronavirus Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy