Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ruslaan Mumtaz

লাগাতার বৃষ্টি ও হড়পা বানের জেরে হিমাচলে আটকে, গ্যারাজেই রাত কাটালেন অভিনেতা রুসলান

গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত। মেঘভাঙা বৃষ্টি, ধস ও হড়পা বানের জেরে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে হিমাচল প্রদেশ। শুটিংয়ে গিয়ে সেখানে আটকে পড়েছেন অভিনেতা রুসলান মুমতাজ়।

Ruslaan Mumtaz.

অভিনেতা রুসলান মুমতাজ়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৪:৫১
Share: Save:

গত সপ্তাহ থেকেই লাগাতার ভারী বর্ষণের কবলে পড়েছে উত্তর ভারত। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতের রাজ্যগুলি। মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানের বলি কমপক্ষে ১০০ প্রাণ। এখনই এই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে মৌসম ভবন। হিমাচল প্রদেশের মান্ডি, কিন্নর এবং লাহুল-স্পিতিতে ইতিমধ্যেই জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এর মধ্যেও হিমাচলের মানালিতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা রুসলান মুমতাজ়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই এলাকার ছবি ও ভিডিয়ো শেয়ার করেন তিনি।

সমাজমাধ্যমের পাতায় একটি গ্যারাজ জাতীয় জায়গার ছবি শেয়ার করে রুসলান লেখেন, ‘‘আজ রাতের জন্য এটাই আমাদের থাকার জায়গা।’’ হড়পা বানে জেরে প্রায় তলিয়ে গিয়েছে হিমাচলের একাধিক রাস্তা। সেখান থেকে ফিরে আসারও উপায় নেই কারও। একটি ভিডিয়োয় রুসলান বলেন, ‘‘কোনও দিন ভাবিনি আমি মানালিতে এ রকম একটা সময়ে আটকে পড়ব, যখন কোনও নেটওয়ার্ক নেই, বাড়ি ফিরে আসার কোনও রাস্তা নেই। শুটিংও করা যাচ্ছে না। এত সুন্দর একটা জায়গার এমন ভয়াবহ অবস্থা! আমি বুঝতে পারছি না, আমার ভয় পাওয়া উচিত, না কি এটা ভেবে আনন্দিত হওয়া উচিত যে, আমি এমন একটা পরিস্থিতি প্রত্যক্ষ করার সুযোগ পেলাম।’’

অন্য দিকে, নিজের পরিবারের সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন গায়ক মোহিত চৌহানও। সম্প্রতি মোহিত জানান, নিজের রাজ্যকে এমন বিপর্যস্ত অবস্থায় দেখে অত্যন্ত ব্যথিত তিনি। হিমাচলের একাধিক জায়গায় নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগও করতে পারছেন না তিনি। পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে না পারায় আরও চিন্তায় রয়েছেন মোহিত। এমন কঠিন পরিস্থিতিতে স্রেফ ভগবানের উপর ভরসা রাখছেন তিনি।

মৌসম ভবনের তরফে মঙ্গলবার হিমাচলের প্রায় সব অংশেই ভারী বৃষ্টিপাতের লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। সে রাজ্যের সরকারের তরফে বন্যায় ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু অবিরাম বৃষ্টির মধ্যে মানুষকে বাড়ির ভিতরে থাকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সরকারের তরফে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE