Advertisement
২২ নভেম্বর ২০২৪
Rituparna Sengupta harassment

‘ঋতুদি কোনও রকমে গাড়িতে ওঠার পর বোতল-জুতো ছুড়ে মারা হয়’, কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

“শঙ্খ বাজানোর ভিডিয়োর জন্য মানুষ প্রতিক্রিয়া দেখাতে পারেন বলে আমরা কিছুটা আন্দাজ করেছিলাম। তবে, এমন ঘটতে পারে তা কল্পনাও করিনি।”

Actor Rishav Basu, Ratasree Dutta and Tathagata Mukherjee witnessed how Rituparna Sengupta got assaulted

ঋতুপর্ণা সেনগুপ্ত, তথাগত মুখোপাধ্যায়, ঋষভ বসু ও রাতাশ্রী দত্ত। গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩
Share: Save:

শ্যামবাজারের জমায়েতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান তোলেন একদল মানুষ। সেখানেই থেমে থাকেনি তাঁদের উষ্মা। অভিনেত্রীর গাড়ির উপর চড়াও হন তাঁরা। এমনকি গাড়ির দিকে জুতো ও বোতল ছুড়েও মারা হয়। ভয়াবহ পরিস্থিতিতে গাড়িতে উঠে এলাকা ছাড়তে বাধ্য হন ঋতুপর্ণা। এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টলিপাড়ার কয়েক জন তারকা।

শ্যামবাজারের জমায়েতে ঋতুপর্ণা আসবেন, এমন আগে থেকে স্থির ছিল না। ঘটনাস্থলে উপস্থিত ঋষভ বসু বলেন, “হঠাৎই আমার কাছে খবর আসে, ঋতুদি এসেছেন। শ্যামবাজারের জমায়তে মোমবাতি জ্বালাতে চাইছেন তিনি। ঋতুদির সঙ্গে আমরা কয়েক জন কাজ করেছি। তিনি হয়তো ভেবেছিলেন, আমরা আছি। অতএব জায়গাটা নিরাপদ। আমাদের কারও অধিকার নেই যে ঋতুদিকে বলব, ‘তুমি এখানে এসো না’। তিনি অবশ্য তত ক্ষণে চলেও এসেছেন।”

আগে থেকেই কি আন্দাজ করা যাচ্ছিল, এমন কোনও ঘটনা ঘটতে পারে? আনন্দবাজার অনলাইনকে ঋষভ বলেন, “শঙ্খ বাজানোর ভিডিয়োর জন্য মানুষ প্রতিক্রিয়া দেখাতে পারে, আমরা কিছুটা আন্দাজ করেছিলাম। তবে এমন ঘটবে, কল্পনাও করিনি। তাই আমরা কয়েক জন মিলে গাড়ি থেকে ঋতুদিকে নিয়ে আসি। আমাদের মধ্যে কয়েক জনের আপত্তি ছিল, তবু তাঁরা ঋতুদিকে নিয়ে আসতে রাজি হন।”

তবে ঋতুপর্ণা গাড়ি থেকে নামার পরেই যে মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন, এমন নয়। প্রথমে বেশ কয়েক জন আন্দোলনকারী তাঁর সঙ্গে নিজস্বীও তোলেন। তিনি বসে মোমবাতি জ্বালান। এর পরে কয়েক জন ব্যঙ্গ করে শঙ্খ বাজিয়ে ও উলু দিয়ে প্রতিবাদ জানান। এই পর্যন্ত ঠিক ছিল। জানিয়েছেন অভিনেতা। কিছু ক্ষণ পরেই উঠতে শুরু করে ‘গো ব্যাক’ স্লোগান।

ঘটনার আর এক প্রত্যক্ষদর্শী রাতাশ্রী দত্ত বলেন, “এক মহিলা কণ্ঠ প্রথমে এই ধ্বনি তোলে। তার পরে সকলে মিলে ‘গো ব্যাক’ স্লোগান তুলতে শুরু করেন। আমরা সকলকে অনুরোধ করতে থাকি এটা বন্ধ করার জন্য। ব্যক্তিগত অপছন্দ থাকতে পারে। কিন্তু মানুষটার সঙ্গে এই আচরণ কাম্য নয়।”

ঋষভ বলেন, “ঘটনাটা আসলে একদল মদ্যপ শুরু করে। ‘গো ব্যাক’ বলার সঙ্গে ‘চটিচাটা’ বলেও আক্রমণ করা হয়। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। এমনকি শারীরিক ভাবেও হেনস্থা করার চেষ্টা করা হয়। মাত্র এক জন দেহরক্ষীকেই নিয়ে এসেছিলেন ঋতুদি। আমি, রাতাশ্রী এবং আরও কয়েক জন মিলে কোনও রকমে ওই জায়গা থেকে ঋতুদিকে বার করে আনার চেষ্টা করি। ঋতুদি গাড়িতে ওঠার পরে বোতল, জুতো ছুড়ে মারা হয়। অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়।”

শ্যামবাজারের এই জমায়েতে উপস্থিত ছিলেন তথাগত মুখোপাধ্যায়। তবে ঋতুপর্ণাকে ঘিরে বিক্ষোভের ঘটনার কিছু ক্ষণ আগেই তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। এই জমায়েতে কলকাতার নানা দিক থেকে নানা শ্রেণির মানুষ জড়ো হয়েছিলেন বলে জানান পরিচালক তথা অভিনেতা। তাঁর কথায়, “ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবার ফ্যাসিবাদ, আমি সমর্থন করি না। এই জমায়েতে নানা স্তরের মানুষ ছিলেন। তাঁরা এখনও বিচার পাননি বলে ক্ষোভ রয়েছে। তাই সামনে এমন ক্ষমতাশীল এক মুখ দেখে এমন হঠকারী একটা ভুল করেছেন তাঁরা। এটা সাধারণ মানুষেরই হঠকারিতা।”

ঋষভ বলেছেন, “এটা তো মেয়েদের সম্মানের জন্য আন্দোলন। ইন্ডাস্ট্রিতে ঋতুদির কী অবদান, সে প্রসঙ্গ বাদ দিলাম। কিন্তু একজন মহিলা বা একজন মা এবং সর্বপরি একজন মানুষের সঙ্গে এটা ঠিক হয়নি। নিজেদের মধ্যেও বদল আনা জরুরি।”

তবে এই বিক্ষোভের মুখেও অভিনেত্রী মাথা ঠান্ডা রেখেছিলেন বলে জানান রাতাশ্রী। অভিনেত্রীর কথায়, “আমরা কোনও রকমে গাড়ি পর্যন্ত নিয়ে যাই ঋতুদিকে। তবে একটা বিষয় দেখার মতো, ঋতুদি কিন্তু শেষ পর্যন্ত একটাও খারাপ কথা বলেননি। মাথা ঠান্ডা রেখেছিলেন। আমাদের সঙ্গে এমন ঘটলে কী করতাম জানি না। ওই মানুষটা তো কারও ক্ষতি করেননি। মহিলাদের সম্মান চাওয়ার মিছিলে একজন মহিলাকেই এমন হেনস্থা সত্যিই ভাবা যায় না।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy