অয়ন মুখোপাধ্যায় তাঁদের পারিবারিক বন্ধু। পরিচালকের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-ই মিলিয়েছে রণবীর কপূর-আলিয়া ভট্টকে। অয়নের বাবা দেব মুখোপাধ্যায় মুম্বই বিনোদনের স্তম্ভ শশধর মুখোপাধ্যায়ের বংশধর। তিনি সদ্যপ্রয়াত, খবর পেয়েই অভিনেত্রী স্ত্রী আলিয়াকে নিয়ে তড়িঘড়ি মুম্বই ফিরলেন ঋষি-নীতু কপূরের ছেলে। শুধুই ফেরা নয়, স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন শেষকৃত্যে। প্রয়াত অভিনেতার দাহকার্যের আগে কাঁধ দিয়ে বাবার সম্মান জানালেন দেব মুখোপাধ্যায়কে।
সদ্যপ্রয়াত অভিনেতা ষাটের দশকের জনপ্রিয় মুখ। যদিও দীর্ঘ দিন তিনি অভিনয় থেকে দূরে। বয়স ৮৩। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্টের কারণে সম্প্রতি তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মুখোপাধ্যায় পরিবারের তরফে জানানো হয়েছে, সেখানেই মৃত্যু হয় তাঁর। দোলের দিন প্রতি বছর ভিন্ন রূপ বলিউডের। রুপোলি পর্দার মতোই রঙে, উল্লাসে, উদ্যাপনে মাতেন তারকারা। এ বছর দেব মুখোপাধ্যায়কে হারিয়ে একটু হলেও সেই আনন্দ যেন ফিকে। যেমন, দোল খেলতে দেখা যায়নি কাজল, রানি, তনিশা মুখোপাধ্যায়কে।
আরও পড়ুন:
এ দিন পরিচালক অয়নের বাবার শেষকৃত্যে যোগ দেন সলমন খানের চিত্রনাট্যকার বাবা সেলিম খান। সহকারীকে সঙ্গে নিয়ে তিনি প্রয়াত বন্ধুকে শেষ দেখা দেখতে আসেন। রণবীর তাঁর প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। সেলিমের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে।