আকাশে জমাট মেঘ। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে পাহাড়। বৃষ্টি নামবে যখন তখন। এমন পরিবেশে ফুলের বাগানে আপন মনে গান গাইছেন নীল ভট্টাচার্য ওরফে ‘নিখিল’! ঠোঁটে এ আর রহমানের সুর দেওয়া ‘এক দিওয়ানা থা’-র গান। ভিডিয়ো বলছে, ‘দিওয়ানা’র মতোই তিনি তাঁর প্রিয়তমার প্রেমে পাগল। গানে গানে জানাচ্ছেন, তাঁর দুটো হৃদয় থাকলে দ্বিতীয়টিও দিয়ে দিতেন প্রিয়াকে! যে ভাবে তিনি প্রথমটি দিয়েছেন।
বিয়ের আগে ফের নতুন প্রিয়তমা!
উত্তর মেলার আগেই জোরদার ছন্দপতন। গানে বিভোর নীল হোঁচট খেলেন বাগানের একটি বড় সোফাসেটের সঙ্গে। মুড নষ্ট। গানে টানলেন দাঁড়ি। তবে তিনি যে ভরপুর প্রেমে ডুবে, এটা বোঝা গিয়েছে তাঁর ভিডিয়ো ক্লিপিংয়ে।
মুড ফেরাতে আরেকটি ভিডিয়োয় নীল ফের গান ধরেছেন। এ বার তিনি নিওন কালারে ঝলমলে। লাল জ্যাকেটের বদলে টিয়া সবুজ শীত পোশাক পরেছেন। গিটার হাতে বেছে নিয়েছেন দার্জিলিংয়ের ম্যালের নির্জন একটি জায়গা।
সেখানে আর যাই হোক, হোঁচট খেয়ে মুড নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ‘ক্রুশলের পাশে স্বস্তিকা কই’? অদ্রিজাকে দেখে তেলেবেগুনে জ্বলল নেট পাড়া
৪ ফেব্রুয়ারি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সোশ্যাল মিডিয়া বলছে, আইবুড়ো দশা ঘোচার আগে শেষ বারের মতো ব্যাচেলরহুড উপভোগ করতে একা একাই দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছেন অভিনেতা। গত তিন দিন ধরে সেখানেই তিনি।
তার মানে, একা তৃণা সাহা নন, ‘হায় হায় সাত পাকে বাঁধা পোরো না’....গানের মানে অবশেষে অনুভব করছেন নীল ভট্টাচার্যও! তাই কিছুদিন আগে সুন্দরবন থেকে ঘুরে আসার পরে ফের হারিয়ে গিয়েছেন পাহাড়ের কোলে?
আরও পড়ুন: হরমোনাল ইঞ্জেকশন থেকে অশ্লীল ভিডিয়ো, বিতর্ক ছাপিয়ে ‘কোই মিল গ্যয়া’-র শিশুশিল্পী আজ সুপারস্টার