Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Neel Bhattacharya

মানালির আবদারে ব্যাগ বইছেন নীল?

নীলের কথা শুনে কী করেছেন মানালি? ‘নেহি জানু, আপ বিন হাম ক্যায়সে যা সকতি হুঁ!’

মানালি মনীষা দে ও নীল ভট্টাচার্য।

মানালি মনীষা দে ও নীল ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৬:৫৭
Share: Save:

কী কু-ক্ষণে মানালি মনীষা দে-কে বলেছিলেন নীল ভট্টাচার্য, ‘আকেলি না বাজার যায়া করো....।’

হঠাৎ বলেছিলেনই বা কেন? নীলের মনে হয়েছিল, মানালি যে রকম চনমনে, মিষ্টি মেয়ে একা বেরোলে ‘নজর’ লেগে যেতে পারে। বলার পরেই তার ফল টের পাচ্ছেন অভিনেতা। কী করে বুঝবেন তাঁর সাবধানবাণী এমন ব্যুমেরাং হয়ে ফিরবে তাঁরই দিকে!

নীলের কথা শুনে কী করেছেন মানালি? ‘নেহি জানু, আপ বিন হাম ক্যায়সে যা সকতি হুঁ!’ খুব মিষ্টি করে প্রত্যুত্তরে জানিয়েছেন প্রথমে। তার পরেই আসল মজা। একের পর এক শপিং ব্যাগ চাপিয়ে দিয়েছেন নীলের ঘাড়ে। সেই সঙ্গে ফাঁস করেছেন কেন তিনি এমনিতেই একলা বেরোবেন না, ‘মেরা বিল কৌন পে করেগা’?

শুনেই মাথায় হাত দিয়ে মাটিতেই বসে পড়েছেন নীল। একে ব্যাগের চাপ। তার উপর বিল তাঁকেই মেটাতে হবে? এমন আক্রমণ তিনি কী করে সামলাবেন? মানালি ততক্ষণে আদর করে মাথায় হাত বুলিয়ে নীলকে ভোলাতে ব্যস্ত।

A post shared by 𝙇𝙤𝙫𝙚❤𝙉𝙚𝙚𝙡 𝘽𝙝𝙖𝙩𝙩𝙖𝙘𝙝𝙖𝙧𝙮𝙖❤𝘾𝙧𝙪𝙨𝙝 (@neel_bhattacharya8)

জুটির এই ভিডিয়ো কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় ভাল নজর টেনেছে নেটাগরিকদের। হবে নাই বা কেন! এই প্রথম মানালির সঙ্গে নীলের এমন খুনসুটি অনুরাগীরা দেখতে পেলেন। ১৯৯৮-এর ‘মেজর সাব’ ছবির গান ‘আকেলি না বাজার যায়া করো’র সৌজন্যে। জুটিকে দেখতেও লেগেছে বেশ!

দু’জনের গায়েই লাল-সাদা পোশাক। নীল দুরন্ত লাল পাঞ্জাবি, সাদা ওয়েস্ট কোট আর চোস্তে। লাল কুর্তি, সাদা শারারা আর দোপাট্টায়, খোলা চুলে, হাত ভর্তি কাঁচের চুড়িতে মানালি পাক্কা পঞ্জাবি কুঁড়ি।

আরও পড়ুন: বিক্রমের গালে চুমু ঐন্দ্রিলার, অঙ্কুশ কী করলেন?

যখনই মজাদার ভিডিয়ো বানিয়েছেন অভিনেতা, তাঁর সঙ্গে সবাই তৃণা সাহাকেই দেখেছেন। হঠাৎ এমন চোখ বদলে তাই দারুণ খুশি সামাজিক পাতার ভক্তরা।

আগামী দিনে এই নতুন জুটিকে বড় বা ছোট পর্দা কি পেতে পারে না?

আরও পড়ুন: টুইট করে বায়ুসেনার কাছে ক্ষমা চাইলেন অনিল কপূর

অন্য বিষয়গুলি:

Neel Bhattacharya Manali Monisha Dey Instagram Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy