Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Jeet

Jeet: বসন্তে ভালবাসার উদযাপন! প্রেমের রঙে রঙিন জিৎ আনছেন ‘ইসমার্ট জোড়ি’

টেলিপাড়া বলছে, যাঁরা ‘ইসমার্ট জোড়ি’ নির্বাচিত হবেন তাঁদের জন্য থাকবে আকর্ষণীয় অনেক কিছুই। আপাতত শুধুই প্রচার ঝলক শ্যুট হয়েছে।

সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে জিতকে।

সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে জিতকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৯
Share: Save:

বেশ কয়েক বছর ধরেই জিৎ প্রেমে নেই। অ্যাকশনে রয়েছেন। অনুরাগীরা যখন অভিনেতার এই নয়া রূপে অভ্যস্ত, তখনই আবার ভোলবদল। জিতের ঘোষণা, প্রেমে ফিরছেন তিনি! ‘বসন্ত এসে গেছে’ বলে? অভিনেতার দাবি, পর্দায় ভালবাসার অভিনয় করার পরে বাস্তব প্রেমের সাক্ষী হতে মন চেয়েছে তাঁর। সেই ইচ্ছে থেকেই ‘রিয়্যালিটির রোমান্স’ আনতে চলেছেন খুব শিগগিরিই। যার দৌলতে স্টার জলসা ম’ম করবে ভালবাসার সৌরভে। হদিশ মিলবে বাস্তবের যুগলদের। তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে ‘ইসমার্ট জোড়ি’।

নতুন বছর পড়তেই শোনা গিয়েছিল, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার দর্শকদের হৃদয়ও জয় করবেন জিৎ। ভালবাসায় মোড়া রিয়্যালিটি শো-এর সঞ্চালক হিসেবে।

সদ্য প্রকাশিত শো-এর প্রচার ঝলক। সেখানে দুধসাদা পোশাকে যেন স্বপ্নের ফেরিওয়ালা অভিনেতা। কখনও তাঁর নেপথ্যে তাজমহল। কখনও সাদা গোলাপ বাগানে পৌঁছে গিয়েছেন তিনি। জিতের সঞ্চালনায় সেখানেই ছড়িয়ে পড়বে লালিমা। সাদা গোলাপ নিমেষে রক্ত লাল। লালচে আভা জিতের পোশাকেও। তাঁর ওয়েস্ট কোট রাঙা টুকটুকে। বুকের কাছে ফুটন্ত লাল গোলাপ! অভিনেতার পরিপাটি চুল এলোমেলো দখিনা হাওয়ার পাগলামিতে।

ঠিক কী করতে চলেছেন জিৎ? টেলিপাড়ার খবর, ধারাবাহিকে সংসারের কূট-কচালি, পৌরাণিক গাথা, ঐতিহাসিক চরিত্র জীবন্ত হয়েছে। নাচ-গানের রিয়্যালিটি শো-এর পাশাপাশি প্রশ্নোত্তরে পুরস্কার জেতার সুযোগও হয়েছে দর্শকদের। কিন্তু বাস্তবের প্রেমিক-প্রেমিকাদের কথা কেউ শোনেনি! এ বার তারই আয়োজন। একাধিক যুগল এই অনুষ্ঠানে আসবেন। ভাগ করে নেবেন তাঁদের প্রেমের গল্প। থাকবে উদযাপন। তাঁদের গল্প শুনে নতুন করে প্রেমের পাঠ নেবে এই প্রজন্ম। যাঁরা নাকি নানা টানাপড়েনে সম্পর্কের ‘অঙ্গীকার’-এ ভীত!

মঞ্চে তারকা যুগলদের দেখা মিলবে? নাকি মাটির কাছাকাছিরাই তারকা হয়ে উঠবেন?

মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে টেলিপাড়া বলছে, যাঁরা ‘ইসমার্ট জোড়ি’ নির্বাচিত হবেন তাঁদের জন্য থাকবে আকর্ষণীয় অনেক কিছুই। আপাতত শুধুই প্রচার ঝলক শ্যুট হয়েছে। মার্চের প্রথম সপ্তাহেই শুরু হবে শো-এর মূল শ্যুট।

অন্য বিষয়গুলি:

Jeet Actor Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy