একদা ক্যারমের ডাবলসে বেঙ্গল চ্যাম্পিয়ন ছিলেন তিনি। ক্যারম খেলাকে ঘিরে একটি দলও তৈরি হয়েছিল তাঁদের। খেলা এখন আর হয়ে ওঠে না। কিন্তু সেই দলের সদস্যদের সঙ্গে এখনও সময় কাটান। বললেন, “বন্ধুর অভাব নেই আমার জীবনে।”
জিৎ
তারকা জিৎ কি টালিগঞ্জ পাড়ায় বন্ধুহীন? কাজ ছাড়া স্টুডিয়ো পাড়ায় বাকি সব সম্পর্ক কি এড়িয়ে চলেন তিনি? প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গেই জবাব, “ইন্ডাস্ট্রিতে আমার আসার কারণ বন্ধুর সংখ্যা বাড়ানো নয়। সিনেমা বানাতে এসেছি। তাই করে যাব।” শনিবার জিৎ মুখোমুখি হয়েছিলেন আনন্দবাজার অনলাইনের অ-জানাকথায়।
মডেলিং করতেন জিৎ। সেখান থেকে ধীরে ধীরে টেলিভিশন সিরিয়ালে সুযোগ পান অভিনয়ের। তার পরে একের পর এক হিট ছবি। ভক্তদের উন্মাদনা তাঁকে ঘিরে। কিন্তু বাংলার এই সুপারস্টারকে কমই দেখা যায় ফিল্মি পার্টির হইহুল্লোড়ে বা আড্ডায়। কোয়েল মল্লিকের মতো কারও কারও সঙ্গে তাঁর বন্ধুত্ব নেই, এমন নয়। কিন্তু সাধারণ ভাবে জিৎ কি নিজেকে একটু আড়ালেই রাখেন? জিৎ বলছেন, তিনি একেবারেই বন্ধুত্বের বিরোধী নন। যদি কাউকে নিজের বন্ধু মনে করেন বা কেউ যদি তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়ান, তিনি কখনও হাত সরিয়ে নেন না। চিরকাল সেই বন্ধুত্বকে লালন করেন।
বন্ধুত্বের প্রসঙ্গে কথা বলতে বলতেই জিৎ জানালেন, এখনও স্কুল এবং কলেজের বন্ধুদের সঙ্গে তাঁর নিয়মিত দেখাসাক্ষাৎ হয়। আড্ডা দেন।
একদা ক্যারমের ডাবলসে বেঙ্গল চ্যাম্পিয়ন ছিলেন তিনি। ক্যারম খেলাকে ঘিরে একটি দলও তৈরি হয়েছিল তাঁদের। খেলা এখন আর হয়ে ওঠে না। কিন্তু সেই দলের সদস্যদের সঙ্গে এখনও সময় কাটান। বললেন, “বন্ধুর অভাব নেই আমার জীবনে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy