Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bhaswar Chatterjee

Bhaswar Chatterjee: আউটডোর শ্যুটে নির্যাতনের শিকার দেবদীপ, অভিযোগ দাদা ভাস্বর চট্টোপাধ্যায়ের

ভাস্বরের প্রশ্ন, ‘আমার ভাইয়ের যদি এই হাল হয়, তা হলে নতুনদের ভবিষ্যত কী?

ভাস্বর চট্টোপাধ্যায়

ভাস্বর চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ২০:৫৭
Share: Save:

বুধবার আরও এক বার ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে সরব ভাস্বর চট্টোপাধ্যায়। এ দিন তাঁর সামাজিক পাতায় ভাই দেবদীপ চট্টোপাধ্যায়ের হয়ে মুখ খুলেছেন তিনি। অভিযোগ, বোলপুরে ওয়েব সিরিজের আউটডোর শ্যুটে গিয়ে ইউনিটের ম্যানেজার অমিতের নির্যাতনের শিকার তাঁর ভাই। বোলপুর স্টেশনে নাকি মারধরও করা হয় দেবদীপকে। অভিনেতার দাবি, হাতেগোনা কিছু মানুষের জন্য ইন্ডাস্ট্রির এত বদনাম। প্রশ্ন, ‘আমার ভাইয়ের যদি এই হাল হয়, তা হলে নতুনদের ভবিষ্যত কী’?

প্রকৃত ঘটনা কী? ভাস্বর লিখেছেন, দেবদীপ একটি ওয়েব সিরিজে নায়কের ভূমিকায় অভিনয় করছেন। বোলপুরে শ্যুটে যাওয়ার আগে তিনি আলাদা ঘর এবং নিরামিষ খাবারের অনুরোধ জানিয়েছিলেন। অতিমারি থেকে দূরে থাকার জন্যই তাঁর এই বিশেষ অনুরোধ। দেবদীপের কথায় অমিত প্রাথমিক ভাবে রাজিও হয়ে যান। ঘটনা শুরু বোলপুরে পা রাখার পর থেকেই।

ভাস্বরের ভাই দেখেন আলাদা ঘর দূরের কথা, তাঁর জন্য নিরামিষ খাবারেরও কোনও বন্দোবস্ত নেই। শৌচাগারও প্রচণ্ড নোংরা। বাধ্য হয়ে গোটা একটি দিন না খেয়ে, স্নান না করে, শৌচাগারে না গিয়েই কাটিয়ে দেন তিনি। ঘটনাচক্রে পুরোটাই জানতে পারেন প্রযোজক। তিনি তখন দেবদীপের অনুরোধ মতো সব ব্যবস্থা করে দেন।

সমস্যা তাতে মেটেনি। দেবদীপের অভিযোগ, তাঁর বরাদ্দের পনির খেয়ে নেন ইউনিটের অন্যান্য আমিষাশীরা। রোজই আগের দিনের জলকাটা বাসি ভাত দেওয়া হয় তাঁকে। এ ভাবেই এক সপ্তাহ ধরে প্রায় না খেয়ে কাজ করেন অভিনেতা। সোমবার ফিরে আসেন কলকাতায়। আসার পথেও বিপত্তি। অভিযোগ, বোলপুর স্টেশনে আসার আগে দেবদীপ বার বার প্রশ্ন করেও জানতে পারেননি, কোন ট্রেনের কোন শ্রেণিতে তাঁর টিকিট কাটা হয়েছে। স্টেশনে পা রেখে জানতে পারেন, স্লিপার ক্লাসে ফিরতে হবে তাঁকে।

ভাস্বরের পোস্ট অনুযায়ী, শ্যুটের প্রথম দিন থেকে তাঁর সঙ্গে এমন বৈষম্যের কারণ জানতে চাওয়াতেই নাকি স্টেশনে সবার সামনে দেবদীপের উপর মারমুখী হয়ে ওঠেন ম্যানেজার। তেড়ে এসে গায়েও হাত তোলেন বলে অভিযোগ। হতবাক দেবদীপকে নাকি শাসান, ‘মারতে পারলে তো প্রথম দিনই তোকে মেরে পুঁতে দিতাম’! ভাস্বরের ক্ষোভ, সব দেখেও ইউনিটের সবার মুখে কুলুপ! এর পরেই তাঁর ভাই ফের ফোন করেন প্রযোজককে। তিনি জানান, দেবদীপের জন্য এসি কোচের টিকিট কাটার টাকা দেওয়া হয়েছিল। তাঁর হস্তক্ষেপে শেষপর্যন্ত বাড়ি ফিরতে পারেন অভিনেতার ভাই।

এর পরেও ভাস্বরের আশা, তাঁর ভাইয়ের সঙ্গে ঘটা অন্যায়ের বিহিত হবে। অমিতের মতো লোকেরা ভবিষ্যতে অভিনেতাদের গায়ে হাত তোলার আগে দু’বার ভাববে।

অন্য বিষয়গুলি:

shooting Bhaswar Chatterjee outdoor public harrassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy