Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Anupam Kher

দু’চোখের পাতা এক হত না! বুঝতেই পারিনি কখন অবসাদ গ্রাস করেছে: অনুপম খের

অনুপম জানান, এক সময়ে অবসাদ গ্রাস করেছিল তাঁকে। দীর্ঘ ৩ বছর অবসাদের মধ্যে ছিলেন তিনি।

Actor Anupam Kher reveals that he suffered for manic depression

অনুপম খের। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১২:৫২
Share: Save:

ভারতীয় চলচ্চিত্র জগতে ৪০ বছর কাটিয়ে ফেলেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এই দীর্ঘ সফরে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের জীবন থেকে বেশ কিছু ঘটনা ভাগ করে নিলেন।

অনুপম জানান, এক সময়ে অবসাদ গ্রাস করেছিল তাঁকে। দীর্ঘ ৩ বছর অবসাদের মধ্যে ছিলেন তিনি। ৮ বছর আগে এমন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন, যখন রাতে দু’চোখের পাতা এক হত না। দিনের পর দিন ঘুম আসত না। জোরালো আলোর নীচে শুটিং করলে চোখ দিয়ে জল পড়ত। আবার কখনও চোখ শুকিয়ে আসত।

অভিনেতার কথায়, ‘‘শিকাগোতে গিয়ে একটি স্লিপ-স্টুডিয়োতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে দেখা করি। তার প্রায় ২ বছর পরে আমি আমার চিকিৎসকের কাছে যাই এবং চোখের জন্য এমন ওষুধ দিতে বলি, যাতে জোরালো আলোয় শুটিং করতে পারি। তখন তিনি বলেন, আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।’’

প্রথমে চিকিৎসকের কথা মেনে নিতে চাননি অনুপম। বলেছিলেন, ‘‘আপনি কী বলছেন? আমি জীবন নিয়ে একটি বই লিখেছি আর আমার মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন? আমি আমার লেখার মাধ্যমে মানুষকে সারিয়ে তুলছি। আমার বইটা পড়ুন।’’ সেই সময়ে অনুপমের লেখা বই ‘দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ় ইউ!’ মুক্তি পেয়েছিল।

চিকিৎসক স্পষ্ট জানিয়েছিলেন, ‘‘ঘুম না আসার কারণ চোখ নয়, আপনার মন।’’ অবশেষে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান অভিনেতা। সেই বিশেষজ্ঞ নিজের কিছু সমস্যাও ভাগ করে নেন অনুপমের সঙ্গে। সমস্যা সমাধানের পরামর্শ দেন অভিনেতা। দু’জনের মধ্যে প্রায় ঘণ্টাখানেক কথা হয়। সমস্যা সমাধানের জন্য নিজের লেখা বইটি পড়ারও পরামর্শ দেন তিনি। তার পরেই সেই মনোরোগ বিশেষজ্ঞ অনুপমকে ওষুধ লিখে দেন এবং জানান অভিনেতা ‘ম্যানিক-ডিপ্রেশন’-এ আক্রান্ত। চিকিৎসক বলেন, ‘‘সব বিষয়ে আপনি অতিরিক্ত আশাবাদী আর এটাই আপনার অবসাদ। আপনি জোর করে আশাবাদী হন।’’

নিজের ভিতর চলা সমস্যাগুলিকে শনাক্ত করতে পারেন অনুপম এবং মাস খানেক ওষুধ খান। অবশেষে অসুস্থতা কাটিয়ে ওঠেন অভিনেতা। অনুপম বলছেন, ‘‘অনুপম খের হওয়ার বা ৫৪০টি ছবি করার বোঝা আমি নিজের কাঁধে নিই না। অনুপম খের হওয়ার বোঝা খুব ভারী। তাই আমি গুরুত্ব দিই না। তাই একাকিত্ববোধ নিয়ে বিলাসিতা করা উচিত নয়।’’

অন্য বিষয়গুলি:

Anupam Kher Bollywood Actor The Vaccine War Depression
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy