আমির খান।
২০১৮ সালে ‘ঠাগস অব হিন্দুস্তান’-এ শেষ দেখা গিয়েছিল তাঁকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ২২০ কোটির ছবি। শুধু তা-ই নয়, দীর্ঘ দিন সেই ছবি দর্শককে জুগিয়েছে হাসির খোরাক। তাই এ বার আরও বেশি সাবধানী বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। ‘লাল সিংহ চড্ডা’র শ্যুটিং পরবর্তী কাজের সময়ে নিজের ফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাতে তাঁর কাজ বা ব্যক্তিগত জীবনযাপনে কোনও ব্যাঘাত না ঘটে, সে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানাচ্ছে ঘনিষ্ঠ মহল।
বুঝতেই পারছেন, এ আলোচনার কেন্দ্রে কে থাকতে পারে? তিনি স্বয়ং আমির খান।
আমিরের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, “আমিরের মনে হয়, ওঁর অনেকটা সময় কেটে যায় ফোনেই। এই নেশা ওঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও প্রভাব ফেলছে। তাই কিছু দিন নিজেকে এ সব থেকে দূরে সরিয়ে রেখে পুরনো সময়ের মতো জীবনযাপন করতে চাইছেন তিনি। নিজের কাজে মন দেবেন। আর যখন কাজ করবে না, সেই সময়টা পরিবারের সঙ্গে কাটাবেন।”
নিজের কাছের মানুষদের ইতিমধ্যেই আমির জানিয়ে দিয়েছেন, কোনও জরুরি প্রয়োজন থাকলে, তাঁর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। ‘লাল সিংহ চড্ডা’র মুক্তি পর্যন্ত, অভিনেতার সমাজ মাধ্যমও চালাবে তাঁর টিম। সব রকম যোগাযোগ সূত্র থেকে নিজেকে এ ভাবেই দূরে রাখবেন আমির।
আপাতত চলতি কাজ থেকে বিরতি নিয়ে জয়পুরে বন্ধু আমিন হাজির ছবির শ্যুটিংয়ে যাবেন আমির। সেখানে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে অভিনেতাকে। ফিরে এসে আবার ‘লাল সিংহ চড্ডা’ শ্যুটিংয়ে যোগ দেবেন ‘পিকে’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy