প্রাক্তন দুই স্ত্রী, রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। পুত্রকন্যাদের সঙ্গেও প্রায়ই সময় কাটান। সদ্য নাকি প্রেমে পড়েছেন অভিনেতা! বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে নাকি পরিবারের পরিচয়ও করিয়ে দিয়েছেন। এক দিকে যেমন বসন্তের ছোঁয়া আমিরের জীবনে, অন্য দিকে একের পর এক ব্যর্থতা দেখছেন ছেলে জুনেইদ খান। প্রথমে ‘মহারাজ’, তার পর জুনেইদের ছবি ‘লভইয়াপ্পা’। দুটি ছবি দর্শকের মনে দাগ কাটতে পারেনি। ছেলের ব্যর্থতায় মন ভারী আমিরের।
নিজের ছবির জন্য যত না উদ্বেগ, তার থেকে ১০ গুণ বেশি উদ্বেগে থাকেন ছেলে জুনেইদকে নিয়ে। জুনেইদের ছবি মুক্তির সপ্তাহখানেক আগে এতটাই চিন্তিত হয়ে পড়েন যে একা জানলার পাশে বসে থাকতে শুরু করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘‘প্রতিটা মুহূর্তে জুনেইদের জন্য হৃদ্স্পন্দন বেড়ে যায়। জানি কাজ করতে করতে ঠিক শিখে যাবে। তবে এই ছবির গল্পটা ভাল ছিল, জুনেইদ কাজ ভালই করেছিল। কিন্তু ছবিটা চলল না। দুঃখ পেয়েছি খুব। তবে জুনেইদ বুদ্ধিমান ও কর্মঠ ছেলে। ও নিজেই নিজের রাস্তা তৈরি করে নেবে।’’