Advertisement
E-Paper

আমিরকে ৬০ বছরের বৃদ্ধ বলে সম্বোধন! নিজের বয়স মানতে রাজি নন, কী বললেন তারকা?

আমিরকে এক সাংবাদিক ৬০ বছরের বৃদ্ধ বলে সম্বোধন করেন। সঙ্গে সঙ্গে তার জবাব দেন অভিনেতা। উল্টে তিনি দাবি করেন, তাঁর মাত্র ১৮ বছর বয়স।

Aamir Khan said that he is just 18 years old as age is just a number

বয়স হচ্ছে, মানতে পারছেন না আমির। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৫
Share
Save

আগামী মাসেই ৬০ বছর পূর্ণ হবে আমির খানের। কিন্তু নিজের বয়স মানতে কিছুতেই রাজি নন অভিনেতা। তাঁর কাছে, বয়স একটা সংখ্যা মাত্র। নিজেকে কোনও ভাবেই ৬০ বছর বয়সি বলে মানতে চান না তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে এক আলোচনাসভায় নিজের বয়স নিয়ে মন্তব্য করলেন আমির।

শনিবার একটি পিক্‌লবল ম্যাচে যোগ দিয়েছিলেন আমির। খেলা হয়ে যাওয়ার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেই সময়ে আমিরকে এক সাংবাদিক ৬০ বছরের বৃদ্ধ বলে সম্বোধন করেন। সঙ্গে সঙ্গে তার জবাব দেন অভিনেতা। উল্টে তিনি দাবি করেন, তাঁর মাত্র ১৮ বছর বয়স।

অনুষ্ঠানে সেই সাংবাদিক বলেছিলেন, “আমিরজি আপনার ৬০ বছর বয়স হয়ে গিয়েছে।” এই শুনে রীতিমতো চমকে যান আমির। চমকে উঠে তিনি বলেন, “আচ্ছা! আমি তো ভুলেই গিয়েছিলাম। খামোকা আমাকে মনে করিয়ে দিলেন তো! আমার তো সবে ১৮ বছর বয়স হবে।” এই শুনে আলোচনাসভায় উপস্থিত আর এক অভিনেতা আলি ফজ়ল বলে ওঠেন, “আমিরের বয়স আসলে পিছনের দিকে এগোচ্ছে।” তখন ‘তারে জ়মিন পর’-এর অভিনেতা পাল্টা বলেন, “হ্যাঁ আমার সেই চেষ্টাই রয়েছে। বয়স তো একটা সংখ্যা মাত্র। আমার জন্য আমার বয়স মাত্র ১৮।”

খেলাধুলোয় ছোটবেলায় বিশেষ আগ্রহ ছিল বলেও জানান আমির। জুনেইদ খান ছোট থাকতে তাঁর সঙ্গে ক্রিকেট খেলতেন অভিনেতা। যদিও জুনেইদের আগ্রহ ছিল ফুটবলে।

Aamir Khan Ali Fazal Junaid Khan

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}