‘ডুবে ডুবে জল খেলেন’ আমির খান! ধরতে পারল না কেউ। মুম্বইয়ে ছবিশিকারিদের দৌরাত্ম্যে তারকাদের নাভিশ্বাস ওঠে। মাঝে মধ্যেই প্রতিক্রিয়া দেন তাঁরা। এক মুহূর্ত যেন রেহাই নেই তাঁদের। বিমানবন্দর থেকে বাড়ি— সারাক্ষণ তারকাদের পিছু করেন ছবিশিকারিরা। তাঁদের ক্যামেরাকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। কিন্তু সেটাই যেন সম্ভব করে দেখালেন আমির খান। ঘুণাক্ষের কেউ টেরও পেলেন না তাঁর নতুন প্রেমের কথা। কী ভাবে সম্ভব হল, জানালেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ নিজেই।
আরও পড়ুন:
সিনেমার সঙ্গে তেমন কোনও যোগ নেই। আমিরের মাত্র দু’টি ছবিই দেখেছেন। বেঙ্গালুরু নিবাসী গৌরীর সঙ্গে প্রেম করাটা তাই খুব কঠিন হয়নি আমিরের কাছে। অভিনেতা জানান, আমির নাকি এই ১৮ মাসে ঘন ঘন বেঙ্গালুরু যেতেন। সেখানে ছবিশিকারিদের দাপাদাপি কম বলেই রক্ষে পেয়েছেন। আমিরের কথায়, “আমি আসলে বেঙ্গালুরু চলে যেতাম সেখানে সংবাদমাধ্যমের চাপটা কম। এ ছাড়া আমার বাড়ির সামনে ছবিশিকারিরা কম যাতায়াত করেন, সেই কারণে তাঁরা ‘মিস’ করে গিয়েছেন।”
গৌরীর সঙ্গে সম্পর্কে যে খুব খুশি আমির তা তাঁর কথাবার্তায় প্রকাশ পায়। অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি শান্তি খুঁজছিলেন। গৌরী তাঁকে শান্ত করতে পেরেছেন। গৌরীর এক পুত্র সন্তানের মা। অভিনেতা তাঁর সন্তানের প্রতি স্নেহপরায়ণ।