Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Bollywood Update

ভাত বাড়াতে ভরসা পুরনো চালই! সাফল্যের খোঁজে ১৬ বছরের পুরনো ছবিতে ফিরলেন আমির

‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’-এর পরে ‘লাল সিংহ চড্ডা’রও বেনজির ব্যর্থতা। তার পর থেকেই কিছুটা অন্তরালে আমির খান। অভিনয় থেকে বিরতি নিয়ে আপাতত প্রযোজনায় মন দিয়েছেন আমির খান।

Aamir Khan.

আমির খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৮:৩১
Share: Save:

বলিউডে এখন ‘রিমেক’-এর হিড়িক! আশি, নব্বইয়ের দশকের হিট গান ইতিমধ্যেই নতুন মোড়কে জায়গা করে নিয়েছে শ্রোতাদের প্লেলিস্টে। ‘আঁখ মারে’ থেকে ‘তম্মা তম্মা’-র মতো জনপ্রিয় গানের অরিজিনাল সংস্করণের চেয়ে বেশি ভাইরাল হয়েছে তাদের রিমিক্স ভার্সন। এ বার পালা সিনেমার। রিমেকের খাতায় নাম লেখাতে চলেছে এক সময়ের হিট ছবিও। তা-ও সেই ছবি আশি বা নব্বইয়ের দশকের নয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবির উপর ভর করেই সাফল্যের আশায় বুক বাঁধছেন খোদ আমির খান।

‘তারে জ়মিন পর’ ছবিতে দর্শিল সাফারি ও আমির খান।

‘তারে জ়মিন পর’ ছবিতে দর্শিল সাফারি ও আমির খান। ছবি: সংগৃহীত।

কেরিয়ারের নিরিখে গত কয়েক বছর বিশেষ ভাল কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’। তার পরে একই রকমের ভরাডুবির সম্মুখীন হয় ‘লাল সিংহ চড্ডা’ও। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি ছবির ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে গত কয়েক মাস ধরে গুঞ্জন, আস্তে আস্তে অভিনয়েক ফেরার জন্য নিজেকে তৈরি করছেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, তাঁর পরবর্তী ছবির নাম ‘সিতারে জমিন পর’। ছবির নাম শুনলেই মনে পড়ে যায় তাঁরই হিট ছবি ‘তারে জমিন পর’-এর কথা। তবে কি ওই ছবির সিক্যুয়েল হতে চলেছে আমিরের নতুন ছবি? আমিরের কথায়, ‘‘আমার পরের ছবি ‘সিতারে জমিন পর’ আদপে ‘তারে জমিন পর’-এর মতোই একটা ছবি। তবে নতুন ছবিটা পুরনো ছবির চেয়ে ১০ গুণ এগিয়ে। ‘তারে জমিন পর’ দেখে দর্শক কেঁদে ফেলেছিলেন। ‘সিতারে জমিন পর’ দেখে যদিও মজা পাবেন তাঁরা।’’ তবে কি ‘তারে জমিন পর’ ছবিকেই নতুন আঙ্গিকে দেখাতে চলেছেন আমির? আমিরের উত্তর, ‘‘২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘তারে জমিন পর’। এখনও ওই ছবি দর্শক মনে রেখেছেন। সবাই তো নিজের সাফল্যের দিকে তাকিয়েই লক্ষ্য স্থির করেন।’’ আমির জানান, ‘সিতারে জ়মিন পর’ ছবির মূল সুর একই থাকছে। আমির বলেন, ‘‘আগের ছবিতে আমি ঈশানকে সাহায্য করেছিলাম, এ বার বিষয়টা উল্টে যাবে।’’

একের পর এক ছবির ব্যর্থতার পরে অভিনয় ছেড়ে আপাতত প্রযোজনায় মন দিয়েছেন আমির। খবর পাওয়া যায়, স্প্যানিশ ড্রামা ‘ক্যাম্পিওনেস’ অবলম্বনে হিন্দিতে ‘চ্যাম্পিয়ন্স’ ছবি বানানোর জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। ছবিতে প্রযোজকের ভূমিকায় থাকছেন আমির। প্রযোজক হিসাবে নিজের পরের ছবির জন্য ‘গদর ২’ তারকা সানি দেওলের সঙ্গেও জুটি বাঁধছেন তিনি। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে তাঁদের ছবি ‘লাহোর, ১৯৪৭’। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন রাজকুমার সন্তোষী। সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন্সের তরফে সমাজমাধ্যমের পাতায় ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন আমির।

অন্য বিষয়গুলি:

Bollywood Update Aamir Khan Taare Zameen Par Darsheel Safary Sunny Deol Farhan Akhtar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy