Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Aaamir Khan

বলিউডে হাতেখড়ি আমির খানের দিদি নিখতের, প্রথম ছবির মুক্তি আসন্ন

তাপসী পান্নু, ভূমি পেডনেকরের আসন্ন ছবি ‘সাঁড় কি আঁখ’ ছবিতে অভিনয় করছেন আমির খানের দিদি, নিখত খান।

এই প্রথম অভিনয় করলেও ইন্ডাস্ট্রির সঙ্গে নিখতের পরিচয় অনেক দিনের।(ছবি: সোশ্যাল মিডিয়া)

এই প্রথম অভিনয় করলেও ইন্ডাস্ট্রির সঙ্গে নিখতের পরিচয় অনেক দিনের।(ছবি: সোশ্যাল মিডিয়া)

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ১৩:৩৭
Share: Save:

এ বার অভিনয়ে আসছেন আমির খানের দিদি, নিখত খান। তাপসী পান্নু, ভূমি পেডনেকরের আসন্ন ছবি ‘সাঁড় কি আঁখ’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবি মুক্তি পাবে আগামিকাল, ২৫ অক্টোবর।

তাপসী পন্নু এবং ভূমি পেডনেকর মূল ভূমিকায় থাকা এই ছবির মূল বিষয় দুই রিভলবার দাদি। তুষার হীরানন্দানীর নির্দেশনায় বড় পর্দায় আসছে দুই অশীতিপর শার্প শুটারের জীবনী। তাঁরা হলেন, উত্তরপ্রদেশের বাগপত জেলার জোহরি গ্রামের চন্দ্রা তোমর এবং তাঁর জা, প্রকাশি তোমর। দুই বৃদ্ধার নির্ভুল নিশানায় ছাপ ফেলতে পারেনি বয়সের বলিরেখা। তাই ছবির নাম ‘সাঁড় কি আঁখ’ বা ‘বুলস আই’।

দুই বৃদ্ধার লক্ষ্যভেদের গল্পে মূল চরিত্র ছাড়াও আছে বেশ কিছু চরিত্র, যাঁদের ভূমিকা চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ। সে রকমই একটি চরিত্রে অভিনয় করছেন নিখত। জানা গিয়েছে, ছবিতে নিখতের ভূমিকা একজন মহারানির। শুধু ক্যামিও বা অতিথি শিল্পীর ভূমিকা নয়। নিখত অভিনয় করছেন পূর্ণদৈর্ঘ্যের চরিত্রে।

আরও পড়ুন: কৃত্রিম পায়েই পুনর্জন্ম, ভয়ঙ্কর দুর্ঘটনাও বন্ধ করতে পারল না সরস্বতীর বরপুত্রী সুধার বিশ্বজয়

শুধু ক্যামিও বা অতিথি শিল্পীর ভূমিকা নয়, নিখত অভিনয় করছেন পূর্ণদৈর্ঘ্যের চরিত্রে।(ছবি: সোশ্যাল মিডিয়া)

এই প্রথম অভিনয় করলেও ইন্ডাস্ট্রির সঙ্গে নিখতের পরিচয় অনেক দিনের। পরিচালক-প্রযোজক-অভিনেতা-লেখক তাহির হুসেনের মেয়ে নিখত নিজে একজন প্রযোজক। তাঁর বাবার পরিচালনায় প্রথম ছবি ‘তুম মেরে হো’ প্রযোজনায় সাহায্য করেছিলেন নিখত।

আরও পড়ুন: ৫ কোটির প্রতারণা! কোরিওগ্রাফার রেমো ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি​

‘সাঁড় কি আঁখ’ ছবিতে তাঁর অভিনয় দেখার অপেক্ষায় দর্শকমহল। এই ছবির প্রযোজক অনুরাগ কশ্যপ। ছবিতে ৮৭ বছর বয়সি চন্দ্রার ভূমিকায় অভিনয় করেছেন ভূমি পেডনেকর। চন্দ্রার জা, ৮২ বছরের প্রকাশির চরিত্র ফুটিয়ে তুলেছেন তাপসী পন্নু।

চন্দ্রা বর্তমানে বিশ্বের প্রবীণতম শুটার। সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে তিনি বন্দুক চালানো শেখেন ৬৫ বছর বয়সে। শুধু পনেরো জন নাতি নাতনির কাছেই নয়, আট সন্তানের মা চন্দ্রা তোমর সারা দেশের কাছেই ‘রিভলবার দাদি’। তাঁর দেখানো পথেই পা রেখেছিলেন প্রকাশি। দুই বৃদ্ধার লক্ষ্যভেদে দেশের মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অখ্যাত জনপদ, জোহরি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE