তাঁর নতুন ছবি ‘বাবলি’র শুটিং নিয়ে বেজায় ব্যস্ত পরিচালক রাজ চক্রবর্তী। মৌলিক গল্প থেকে ছবি কিংবা সিরিজ় নির্মাণে যতটা স্বাধীনতা থাকে, সাহিত্য-নির্ভর কাজের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা থাকে। চিত্রনাট্য লেখা থেকে শুটিং— সব ক্ষেত্রেই বাড়তি সতর্ক থাকতে হয়। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে এই ছবির শুটিংও তাই অত্যন্ত মন দিয়ে করছেন রাজ। এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শুটিং শেষ হয়েছে ইতিমধ্যেই। গোটা টিম ফিরেছে শহরে। এই মুহূর্তে কলকাতায় ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে। আর শুটিং চলাকালীন হঠাৎ সেটে এসে হাজির এক বিশেষ অতিথি। যাকে দেখে আহ্লাদে আটখানা পরিচালক।
এই অতিথিকে অবশ্য সকলেই চেনেন। মাঝেমাঝেই রাজের সিনেমার শুটিংয়ের সেটে ঢুঁ দেয় সে। আর তাকে পেলে অভিনেত্রী, পরিচালক— সকলের মুখেই হাসি ফোটে। কারণ, সেই অতিথির নাম যে ইউভান চক্রবর্তী। রাজ-শুভশ্রীর বড় পুত্র। উত্তরবঙ্গে ‘বাবলি’র শুটিংয়ে ইউভান আর কন্যা ইয়ালিনীকে নিয়ে যেতে পারেননি রাজ-শুভশ্রী। ফলে দু'জনেরই মন পড়েছিল বাড়িতে। শুভশ্রী তো মাঝেমাঝেই ছেলের ছবি পোস্ট করছিলেন ইনস্টাতে। ছেলেমেয়েকে যে তাঁদের কতটা মনে পড়ছে, সেটা বেশ বোঝা যাচ্ছিল।
তাই ফিরে এসেই ইউভানকে নিয়ে ডেটে গিয়েছিলেন শুভশ্রী। আউটডোর শুটিংয়ে নিয়ে যেতে পারেনি ঠিকই, তবে কলকাতায় শুটিংয়ে কিন্তু হাজির ইউভান। কখনও বাবার কোলে ঘুরছে, আবার কখনও মন দিয়ে স্ক্রিপ্ট পড়ছে। মাঝেমাঝেই গোটা কর্মকাণ্ডের উপর নজরও রাখছে খুদে।