Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Sushant Singh Rajput

Ankita Lokhande: জন্মদিনে অঙ্কিতা: ‘পবিত্র রিশতা’র শুরু থেকে শেষ সুশান্তের পাশেই ছিলেন অঙ্কিতা

৩৭-এ পা রাখলেন কন্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর বর্ণিল জীবনের নানা অধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ০৮:৪১
Share: Save:
০১ ১৪
ছোট পর্দা থেকে ছবি, একের পর এক সাফল্য। জীবন বইছিল নিজের খাতে।মনের মতো করে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ভেঙেচুরে দিয়েছিল অঙ্কিতা লোখান্ডেকে।

ছোট পর্দা থেকে ছবি, একের পর এক সাফল্য। জীবন বইছিল নিজের খাতে।মনের মতো করে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ভেঙেচুরে দিয়েছিল অঙ্কিতা লোখান্ডেকে।

০২ ১৪
১৪ জুন, ২০২০। সেই রবিবারের দুপুরে আঁধার নেমে এসেছিল অঙ্কিতার সাজানো জীবনে। শোক, দুঃখ, হতাশা মুহূর্তেই গ্রাস করেছিল তাঁকে।

১৪ জুন, ২০২০। সেই রবিবারের দুপুরে আঁধার নেমে এসেছিল অঙ্কিতার সাজানো জীবনে। শোক, দুঃখ, হতাশা মুহূর্তেই গ্রাস করেছিল তাঁকে।

০৩ ১৪
এর পর বছর ঘুরেছে। সুশান্তের মৃত্যুশোক কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অঙ্কিতা। ১৯ ডিসেম্বর, ২০২১। আরও এক রবিবার। ৩৭-এ পা রাখলেন কন্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর বর্ণিল জীবনের নানা অধ্যায়।

এর পর বছর ঘুরেছে। সুশান্তের মৃত্যুশোক কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অঙ্কিতা। ১৯ ডিসেম্বর, ২০২১। আরও এক রবিবার। ৩৭-এ পা রাখলেন কন্যে। এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর বর্ণিল জীবনের নানা অধ্যায়।

০৪ ১৪
বাবা ব্যাঙ্ককর্মী, মা শিক্ষিকা। দুই ভাইবোনের সঙ্গে ইনদওরে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন অঙ্কিতা। শৈশব থেকেই ভালবাসতেন ব্যাডমিন্টন খেলতে। পড়াশোনার ফাঁকেও তাই চলত চর্চা। পরবর্তীতে রাজ্যস্তরেও ব্যাডমিন্টন খেলেন।

বাবা ব্যাঙ্ককর্মী, মা শিক্ষিকা। দুই ভাইবোনের সঙ্গে ইনদওরে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন অঙ্কিতা। শৈশব থেকেই ভালবাসতেন ব্যাডমিন্টন খেলতে। পড়াশোনার ফাঁকেও তাই চলত চর্চা। পরবর্তীতে রাজ্যস্তরেও ব্যাডমিন্টন খেলেন।

০৫ ১৪
স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠতেই অভিনয়ের প্রেমে পড়েন অঙ্কিতা। আর সেই প্রেমই চিরস্থায়ী হয়।বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করে অভিনয়ের টানে ইনদওর থেকে মুম্বই আসেন অঙ্কিতা। ২০০৬ সালে অংশগ্রহণ করেন একটি ট্যালেন্ট হান্ট শো-তে।

স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠতেই অভিনয়ের প্রেমে পড়েন অঙ্কিতা। আর সেই প্রেমই চিরস্থায়ী হয়।বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করে অভিনয়ের টানে ইনদওর থেকে মুম্বই আসেন অঙ্কিতা। ২০০৬ সালে অংশগ্রহণ করেন একটি ট্যালেন্ট হান্ট শো-তে।

০৬ ১৪
তিন বছর পর একতা কপূরের ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান অঙ্কিতা। বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয় তাঁদের জুটি। এর পরেই পর্দার প্রেম গড়ায় বাস্তবে। সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা।

তিন বছর পর একতা কপূরের ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান অঙ্কিতা। বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয় তাঁদের জুটি। এর পরেই পর্দার প্রেম গড়ায় বাস্তবে। সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা।

০৭ ১৪
প্রথম দু’বছর একসঙ্গে অভিনয় করার পর ছবিতে অভিনয় করবেন বলে ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন সুশান্ত। পর্দার জুটি ভাঙলেও প্রেম ছিল অটুট। একসঙ্গেই থাকতেন দু'জনে।

প্রথম দু’বছর একসঙ্গে অভিনয় করার পর ছবিতে অভিনয় করবেন বলে ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন সুশান্ত। পর্দার জুটি ভাঙলেও প্রেম ছিল অটুট। একসঙ্গেই থাকতেন দু'জনে।

০৮ ১৪
বড় পর্দায় একের পর এক সাফল্যে পেতে থাকেন সুশান্ত। প্রত্যেক পদক্ষেপে অঙ্কিতা ছিলেন তাঁর পাশে। কিন্তু ‘রাবতা’ ছবির শ্যুটের সময় নায়িকা কৃতী শ্যাননের ঘনিষ্ঠ হয়ে পড়েন অভিনেতা। এর পরেই অঙ্কিতার সঙ্গে ছ’বছরের সম্পর্কে ইতি টানেন সুশান্ত। অনেকে বলেন, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র সাফল্যই বদলে দিয়েছিল সুশান্তকে।

বড় পর্দায় একের পর এক সাফল্যে পেতে থাকেন সুশান্ত। প্রত্যেক পদক্ষেপে অঙ্কিতা ছিলেন তাঁর পাশে। কিন্তু ‘রাবতা’ ছবির শ্যুটের সময় নায়িকা কৃতী শ্যাননের ঘনিষ্ঠ হয়ে পড়েন অভিনেতা। এর পরেই অঙ্কিতার সঙ্গে ছ’বছরের সম্পর্কে ইতি টানেন সুশান্ত। অনেকে বলেন, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র সাফল্যই বদলে দিয়েছিল সুশান্তকে।

০৯ ১৪
সুশান্তের জীবন থেকে নিঃশব্দে সরে যান অঙ্কিতা। তবে বিচ্ছেদের পর তাঁর মানসিক যন্ত্রণা ফুটে উঠত নেটমাধ্যমের নানা পোস্টে। এর পর ধীরে ধীরে কাজের পরিমাণ কমিয়ে দেন অঙ্কিতা। ছোট পর্দাতেও আর বিশেষ দেখা যেত না তাঁকে।

সুশান্তের জীবন থেকে নিঃশব্দে সরে যান অঙ্কিতা। তবে বিচ্ছেদের পর তাঁর মানসিক যন্ত্রণা ফুটে উঠত নেটমাধ্যমের নানা পোস্টে। এর পর ধীরে ধীরে কাজের পরিমাণ কমিয়ে দেন অঙ্কিতা। ছোট পর্দাতেও আর বিশেষ দেখা যেত না তাঁকে।

১০ ১৪
সুশান্তের মতো তিনিও পদার্পণ করেন বড় পর্দায়। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’, ‘বাঘি ৩’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। পেশাগত জীবনের সঙ্গেই পরিবর্তন আসে ব্যক্তিগত পরিসরেও। ব্যবসায়ী বন্ধু ভিকি জৈনের প্রেমে পড়েন অঙ্কিতা। পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে জড়ান নতুন সম্পর্কে।

সুশান্তের মতো তিনিও পদার্পণ করেন বড় পর্দায়। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’, ‘বাঘি ৩’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। পেশাগত জীবনের সঙ্গেই পরিবর্তন আসে ব্যক্তিগত পরিসরেও। ব্যবসায়ী বন্ধু ভিকি জৈনের প্রেমে পড়েন অঙ্কিতা। পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে জড়ান নতুন সম্পর্কে।

১১ ১৪
সবই ঠিক চলছিল। কিন্তু সুশান্তের আকস্মিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল অঙ্কিতাকে। দুঃসংবাদ পেয়ে প্রাক্তন প্রেমিকের বাড়িতে ছুটে গিয়েছিলেন তিনি। সাদা পোশাক, অবিন্যস্ত চুলে বোঝা যাচ্ছিল মানসিক ভাবে তিনি কতটা বিধ্বস্ত। সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে চাননি তিনি। সুশান্তের জন্য বিচার চেয়ে সংবাদমাধ্যমে গলা ফাটিয়েছিলেন।

সবই ঠিক চলছিল। কিন্তু সুশান্তের আকস্মিক মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল অঙ্কিতাকে। দুঃসংবাদ পেয়ে প্রাক্তন প্রেমিকের বাড়িতে ছুটে গিয়েছিলেন তিনি। সাদা পোশাক, অবিন্যস্ত চুলে বোঝা যাচ্ছিল মানসিক ভাবে তিনি কতটা বিধ্বস্ত। সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে চাননি তিনি। সুশান্তের জন্য বিচার চেয়ে সংবাদমাধ্যমে গলা ফাটিয়েছিলেন।

১২ ১৪
একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অবসাদের জেরে সুশান্ত কখনওই আত্মহত্যা করতে পারেন না। সম্পর্কে থাকাকালীন কোনওদিন সুশান্তের মধ্যে মানসিক অবসাদের কোনও লক্ষণ দেখেননি বলে দাবি করেছিলেন অঙ্কিতা।

একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অবসাদের জেরে সুশান্ত কখনওই আত্মহত্যা করতে পারেন না। সম্পর্কে থাকাকালীন কোনওদিন সুশান্তের মধ্যে মানসিক অবসাদের কোনও লক্ষণ দেখেননি বলে দাবি করেছিলেন অঙ্কিতা।

১৩ ১৪
নাম না করেও সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকেই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। পাশাপাশি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়াকে গ্রেফতার করার পরে অভিনেত্রীকে খোঁচা দিয়ে ‘সত্যমেব জয়তে’ লিখে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন অঙ্কিতা।

নাম না করেও সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকেই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। পাশাপাশি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়াকে গ্রেফতার করার পরে অভিনেত্রীকে খোঁচা দিয়ে ‘সত্যমেব জয়তে’ লিখে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন অঙ্কিতা।

১৪ ১৪
এর পর সময় গড়ায়। হাজত থেকে ছাড়া পান রিয়া। অঙ্কিতাও নিজেকে সামলে নেন একটু একটু করে। ১৪ ডিসেম্বর প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেছেন তিনি। অতীতের তিক্ততা ভুলে নতুন অধ্যায় শুরু করেছেন ‘পবিত্র রিশতা’-র অর্চনা।

এর পর সময় গড়ায়। হাজত থেকে ছাড়া পান রিয়া। অঙ্কিতাও নিজেকে সামলে নেন একটু একটু করে। ১৪ ডিসেম্বর প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেছেন তিনি। অতীতের তিক্ততা ভুলে নতুন অধ্যায় শুরু করেছেন ‘পবিত্র রিশতা’-র অর্চনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy