হায়দরাবাদে গিয়ে বড় অঘটন বলিউড অভিনেত্রীর। সেখানে এক বিপণির উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। বানজারা হিলস এলাকায় মাসাব ট্যাঙ্কের হোটেলে ছিলেন অভিনেত্রী। সেখানেই ডাকাতদের হামলার মুখে পড়েন তিনি। জানা যাচ্ছে, মধ্যরাতে এই ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় কয়েক জন দুষ্কৃতী ঢুকে পড়ে অভিনেত্রীর ঘরে। তাদের মধ্যে দু’জন মহিলা ছিল বলেও দাবি।
ঘটনার পর অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। সেখানেই তিনি জানিয়েছেন, তিনি ঘুমোচ্ছিলেন, সেই সময় দুই মহিলা ও দুই তরুণ তাঁর হোটেলের কামরায় ঢুকে পড়ে। তবে শুধুই ডাকাতি নয়, অভিনেত্রী দাবি করেছেন, প্রাথমিক ভাবে দুষ্কৃতীরা তাঁকে অনৈতিক কিছু কাজ করার জন্য জোর করে। রাজি না হওয়ায় তাঁর হাত-পা বেঁধে সমস্ত টাকাপয়সা, সোনার গহনা হাতিয়ে নেয়। অভিনেত্রী জানান, তাঁর ব্যাগ থেকে মোট ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালায় তারা।
আরও পড়ুন:
লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, চলছে জিজ্ঞাসাবাদ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে ছিল তা খুঁজে বার করার জন্য তৎপর হয়েছে পুলিশ।
মুম্বই থেকে এসে অভিনেত্রী কী ভাবে এমন হামলার শিকার হলেন, এই নিয়ে উঠছে প্রশ্ন। হায়দরাবাদের নিরাপত্তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।