Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
Bengali serial update

বড়দিনে ধারাবাহিকে ‘সান্তা’ লুকে পরিচিত অভিনেতা, থাকছে বড় চমক, চেনেন তাঁকে?

বড়দিনে বড় চমক ধারাবাহিকে। মুখ্য চরিত্রাভিনেতা হাজির হবেন সান্তা ক্লজ়ের ভূমিকায়। নেপথ্যে অন্য কারণ।

image of Tathagata Mukherjee

সান্তা ক্লজ়ের ভূমিকায় ধারাবাহিকের অভিনেতা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮
Share: Save:

রাত পোহালেই বড়দিন। বিশেষ দিনটি কাজে লাগাতে উদ্যোগী বাংলা ধারাবাহিকগুলি। বড়দিনের পার্টিতেই এ বার সান্তা ক্লজ় রূপে হাজির হবেন ধারাবাহিকের অভিনেতা।

‘কোন সে আলোর স্বপ্ন’ ধারাবাহিকে সান্তা ক্লজ়ের লুকে হাজির হচ্ছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই সেই লুক প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকে রুদ্র (তথাগতের চরিত্র) এবং আলোর জীবনে নতুন মোড় উপস্থিত। আলোকে অপদস্থ করতে মেহুলি প্রস্তুত। কিন্তু সন্তানদের কথা মাথায় রেখেই আলো (অভিনেত্রী পায়েল দে) এ বার বড়দিনে বাড়িতে পা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছদ্মবেশে রুদ্রকে চমকে দেবে সে।

image of Payel De

‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের বিশেষ পর্বে অভিনেত্রী পায়েল দে। ছবি: সংগৃহীত।

এর আগে ধারাবাহিকে চরিত্রের প্রয়োজনে অন্য লুকে দর্শকের সামনে এসেছেন তথাগত। তবে সান্তা ক্লজ়ের ভূমিকায় তিনি এই প্রথম। মঙ্গলবার নারায়ণী স্টুডিয়োয় রূপটানের ফাঁকে তথাগত বললেন, “অন্য রকম অভিজ্ঞতা। এত দিন পার্ক স্ট্রিট বা কোনও অনুষ্ঠানে বিভিন্ন মানুষকে এই ভূমিকায় দেখেছি। এ বার নিজেই সান্তা ক্লজ় সাজতে গিয়ে তাঁদের কথাই বেশি করে মনে পড়ছে।”

তবে তথাগত মনে করছেন, কলকাতার শীতে এই ধরনের পোশাক পরা কষ্টকর। সঙ্গে থাকে টুপি, দস্তানা, নকল চুল ও দাড়ি। হেসে বললেন, “সান্তা ক্লজ়ের ভূমিকায় যদি দীর্ঘ দিন অভিনয় করতে হয়, তা হলে যে আমাকে বেগ পেতে হবে সেটা বেশ বুঝতে পারছি।” তথাগতের আশা, এই বিশেষ পর্বগুলি দর্শকের ভালবাসা আদায় করে নেবে। সূত্রের খবর, বাচ্চাদের জন্য এই বিশেষ পর্বটিতেই নাকি গল্পে একটি ‘অঘটন’ ঘটতে চলেছে। না, তথাগত এখনই এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নারাজ। তাঁর কথায়, “ধারাবাহিকই এই বিষয়টার উপর আলোকপাত করবে।”

এই মুহূর্তে ধারাবাহিকের পাশাপাশি নিজের পরিচালনায় পরবর্তী ছবি ‘রাশ’-এর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন তথাগত। আগামী মাসের শুরুতেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।

অন্য বিষয়গুলি:

Bengali Serial Tathagata Mukherjee Kon Se Alor Swapno Niye surprise party Tollywood News Payel De
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy