Advertisement
০৬ নভেম্বর ২০২৪

দ্বাদশে দুর্গা আবাহন

বৈশাখে গন্ধবণিকদের কাহিনির প্রেক্ষিতে দেবী গন্ধেশ্বরীর আবাহন, জ্যৈষ্ঠে রামকৃষ্ণদেবের ফলহারিণী পুজোর মতো বিভিন্ন পৌরাণিক গাথা উঠে আসবে এই অনুষ্ঠানে।

শুভশ্রী

শুভশ্রী

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share: Save:

বঙ্গের বারো মাসে বারোটি আলাদা রূপে অবতীর্ণ হবেন দেবী দুর্গা। কখনও গন্ধেশ্বরী, কখনও ফলহারিণী, আবার কখনও জগদ্ধাত্রী। আসন্ন মহালয়ার ভোরে একটি চ্যানেলে সম্প্রচারিত হবে ‘মহিষাসুরমর্দিনী’, যেখানে দেবীকে বারোটি রূপে দেখানো হবে। মহিষাসুরমর্দিনী ও উমা— এই দুই রূপেই দেখা যাবে শুভশ্রীকে।

বৈশাখে গন্ধবণিকদের কাহিনির প্রেক্ষিতে দেবী গন্ধেশ্বরীর আবাহন, জ্যৈষ্ঠে রামকৃষ্ণদেবের ফলহারিণী পুজোর মতো বিভিন্ন পৌরাণিক গাথা উঠে আসবে এই অনুষ্ঠানে। শ্রাবণে শাকম্ভরী, ভাদ্রে পার্বতী, কার্তিক মাসে জগদ্ধাত্রী, মাঘে রটন্তী কালী, চৈত্রে বাসন্তীর মতো দুর্গার বিভিন্ন রূপ দেখানো হবে। শাকম্ভরীরূপে মানালি দে-সহ বিভিন্ন টেলি-অভিনেত্রীদের দেখা যাবে এই বারো অবতারে। বিশেষ কাস্টমাইজ়ড পোশাক ও গয়না তৈরি করা হয়েছে এই অনুষ্ঠানের বারো জন অভিনেত্রীর জন্য।

অন্য বিষয়গুলি:

Mahalaya Television Durga Puja 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE