চার দশকের অভিনয় জীবন। একশোর উপর সিনেমা। কপূর বংশের নীল রক্তে ভর করে নয়, নিজের অভিনয় দক্ষতাতেই রুপোলি পর্দায় অসংখ্য মণি-মানিক্য ছড়িয়ে রেখেছেন ঋষি কপূর। তার মধ্যে থেকে এক মুঠো সিনেমা বেছে নেওয়া বেশ কঠিন। আপনাদের জন্য রইল এমন কিছু সিনেমার নাম যা তাঁর কেরিয়ার তো বটেই বলিউডের ইতিহাসেও মাইল স্টোন হয়ে থাকবে। শুরু থেকেই শুরু করা যাক।
মেরা নাম জোকার (১৯৭০): ঋষির বয়স তখন ১৮। বাবা রাজ কপূরের স্বপ্নের প্রজেক্ট মেরা নাম জোকার। মুখ্য চরিত্রের নাম রাজু, অভিনয়ে রাজ কপূর স্বয়ং। আর তাঁরই ছেলেবেলার চরিত্রে ঋষি। সোয়া চার ঘণ্টার ছবি, বক্স অফিসে দাগ কাটতে পারল না। ডেবিউ ছবিতেই কিন্ত নীল চোখ, ফুটফুটে ফর্সা ছেলেটার সপ্রতিভ অভিনয় মন কাড়ল সকলের। প্রথম ছবিই ঋষি কপূরকে এনে দিল জাতীয় পুরস্কার। সেরা শিশু অভিনেতার জন্য।