জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট পাঁচটি শূন্যপদে রয়েছে। নিযুক্তদের অযোধ্যা পাহাড় সংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য বেছে নেওয়া হবে। তাঁদের প্রতিষ্ঠানের কলকাতার দফতরে কাজ চলবে।
‘জেডএসআই বায়োডাইভার্সিটি অ্যাসেসমেন্ট ইন পুরুলিয়া’ শীর্ষক প্রকল্পে প্রজেক্ট সায়েন্টিস্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং টেকনিক্যাল-কাম-ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী প্রয়োজন। তাঁদের প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও তিন বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট সায়েন্টিস্ট পদে জ়ুলজি, ওয়াইল্ডলাইফ সায়েন্সেস, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ভেটেরিনারি সায়েন্সেস কিংবা বায়োইনফরমেটিক্স— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। সায়েন্টিফিক রিপোর্ট লেখা, বায়োডায়ভার্সিটি কনজ়ারভেশন ম্যানেজমেন্ট প্ল্যান সংক্রান্ত বিষয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক। বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কাজ করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ক্যামেরা ট্র্যাপিং, ইডিএনএ অ্যানালিসিস করার দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হওয়া আবশ্যক।
টেকনিক্যাল-কাম-ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তের বিজ্ঞান, বাণিজ্য, টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হওয়া প্রয়োজন। প্রার্থীর অন্তত ২ বছরের প্রজেক্ট অ্যাকাউন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও ফিনান্সিয়াল সফট্অয়্যার টুল নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তেরা প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৭৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। এর জন্য আগ্রহীদের একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া দরকার। তাতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র তৈরি করে, সমস্ত আনুষঙ্গিক নথি সমেত ইমেল মারফত এবং ডাকযোগে জমা দিতে হবে। আবেদন ৫ মে-এর মধ্যে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখুন।