ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য সিনিয়র রিসার্চ ফেলো এবং পোস্ট-ডক্টরাল ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পোস্ট ডক হিসাবে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট সায়েন্স, ক্লাইমেট স্টাডিজ় বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর ওয়াটার-এনার্জি নেক্সাস এবং সায়েন্স-পলিসি ইন্টারফেস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মোট আট মাসের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। তাঁর জন্য প্রতি মাসে ভাতা-সহ বেতন বাবদ ৬৩,৭২০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
সিনিয়র রিসার্চ ফেলো পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। ওয়াটার-রিসার্সোস ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নিয়োগে অগ্রাধিকার পাবেন। মোট আট মাসের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ভাতা-সহ বেতন বাবদ ৪২,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ১১ মার্চ সরাসরি জীবনপঞ্জি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে ইন্টারভিউ দিতে আসতে পারবেন। ওই দিন সেন্টার ফর ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।