বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ে মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্টাডিজ় বিভাগের তরফে সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) নেওয়া হবে বিশেষ প্রকল্পে কাজের জন্য। এক বছর প্রকল্পটিতে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী সময়সীমা বৃদ্ধি করা হবে। প্রতি মাসের ফেলোশিপ ৩৩ হাজার টাকা।
আবেদনের জন্য কী যোগ্যতা প্রয়োজন?
প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান/ জীবন বিজ্ঞানে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। বায়ো এনার্জি প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিগত কোনও প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১৩ মার্চ, বেলা ১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী নথি প্রয়োজন তা জানতে প্রথমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে যাবতীয় তথ্য এবং বিস্তারিত জানতে পারবেন আগ্রহীরা।