রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে চাকরির সুযোগ। হাওড়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
মেডিক্যাল প্র্যাকটিশনার হিসাবে পূর্বে সরকারি হাসপাতালে কাজ করেছেন, এমন ব্যক্তিকে সংশ্লিষ্ট পদের জন্য বেছে নেওয়া হবে। হাসপাতালের শর্ত অনুযায়ী, নিযুক্ত ব্যক্তির শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ এবং সক্ষম হওয়া আবশ্যক। তাঁকে প্রাথমিক ভাবে এক বছরের জন্য কাজ করতে হবে। পরবর্তীকালে কাজের মেয়াদ বৃদ্ধি হলেও হতে পারে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৬৪ বছর হতে হবে। কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ওই পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের জন্য তাঁদের উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপস্থিত থাকতে হবে।
১৭ এপ্রিল আগ্রহী প্রার্থীদের বেলা ১১টার মধ্যে ওই হাসপাতালে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কর্মজীবনের অভিজ্ঞতার নথি সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।