কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের তরফে কর্মী নিয়োগ করা হবে। ওই প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিযুক্ত ব্যক্তিকে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থপুষ্ট গবেষণা প্রকল্পের অধীনে কাজ করতে হবে। ওই প্রকল্পের নাম— ‘কোয়ান্টিফাইয়িং অ্যান্ড কম্পেয়ারিং রোড নেটওয়ার্ক রেজ়িলিয়েন্স অফ ইন্ডিয়ান সিটিজ় ইউজ়িং ক্রাউডসোর্সড ডেটা অ্যান্ড স্টিমুলেশন’। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, আরবান প্ল্যানিং, কম্পিউটার সায়েন্স— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
আরও পড়ুন:
-
রেল মন্ত্রক অধীনস্থ সংস্থার কলকাতা দফতরে উচ্চপদে কর্মী নিয়োগ, কারা আবেদন করবেন?
-
কেন্দ্রীয় মন্ত্রকের জন্য কর্মী নিয়োগ করবে বেসিল, প্রতি মাসে ৮০ হাজার টাকা আয়ের সুযোগ
-
আইপিজিএমইআর কলকাতায় রিসার্চ সায়েন্টিস্ট প্রয়োজন, পিএইচডি স্কলারদের জন্য কাজের সুযোগ
-
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসে কর্মখালি, কোন কোন বিভাগে চলছে নিয়োগ?
এই পদে চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রার্থী ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হলে, তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষণা প্রকল্পের মেয়াদের ভিত্তিতে দু’বছরের জন্য ওই পদে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছে, এই পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩১,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের ইমেল মারফত জীবনপঞ্জি, শংসাপত্র এবং অন্যান্য নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের সঙ্গে নিয়োগের পরবর্তী পর্যায়ের ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।