রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি রাইটস লিমিটেডের তরফে এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় বিভিন্ন ক্ষেত্রে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩০০। সংস্থার কেমিক্যাল, মেকানিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান ইঞ্জিনিয়ারিং (এনভায়রনমেন্ট), সোশ্যাল সায়েন্স, সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওফিজ়িক্স, আর্কিটেকচার, জিওলজি, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ট্র্যাফিক টি অ্যান্ড টি ক্ষেত্রে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে।
চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের দেশের যে কোনও রাজ্যে পোস্টিং দেওয়া হতে পারে।
আরও পড়ুন:
ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৩১, ৩২, ৩৫ এবং ৩৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৪১,২৪১ টাকা, ৪২,৪৭৮ টাকা, ৪৬,৪১৭ টাকা এবং ৫০,৭২১ টাকা।
সংস্থার সোশ্যাল সায়েন্স ক্ষেত্রে বিভিন্ন পদে কাজের জন্য প্রার্থীদের সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, পদ অনুযায়ী, ১-৮ বছরের পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে। একই ভাবে অন্য ক্ষেত্রে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৩০০ এবং ৬০০ টাকা। আগামী ২০ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।