অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কাজের সুযোগ। মিনিস্ট্রি অফ পাওয়ার-এর তরফে সেই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রকের তরফে লিগাল কনসালট্যান্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে কাজ করতে আগ্রহী পদপ্রার্থীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে।
এক জন ব্যক্তিকেই ওই পদের জন্য নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট এক বছরের জন্য ওই পদে কাজের সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি। তবে কাজের নিরিখে ওই মেয়াদ আরও এক বছর পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই কাজের জন্য আইনে স্নাতকদের বেছে নেওয়া হবে, যিনি ইংরেজি এবং হিন্দি ভাষায় সাবলীল এবং আদালতের মামলা সংক্রান্ত বিষয়ে অন্তত ১০ বছর ডেপুটি সেক্রেটারি কিংবা লিগাল অ্যাডভাইজ়ার হিসাবে সরকারি দফতরে কাজ করেছেন। তবে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়ার আগে তাঁকে অবসরপ্রাপ্ত হতে হবে।
আরও পড়ুন:
-
হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ, রইল বিশদে
-
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে কর্মখালি, প্রতি মাসে ১ লক্ষেরও বেশি টাকা আয়ের সুযোগ
-
সিএসআইআর অর্থপুষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন?
-
আইআইএসইআর কলকাতায় রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন?
প্রতিষ্ঠানের তরফে স্ক্রিনিং-কাম সিলেকশন কমিটির তরফে পদপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। শুধু মাত্র ইমেল মারফত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লিখিত একটি ফর্মও পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। আগ্রহীদের ১৫ মে-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।