Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
WB Govt Jobs

পশ্চিম মেদিনীপুরে রয়েছে কাজের সুযোগ, দিতে হবে শুধু ইন্টারভিউ

প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন হিসাবে দেওয়া হবে। শুধু মাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৮:০৫
Share: Save:

পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ক্লার্ক পদে নেওয়া হবে কর্মী। অ্যাডিশন্যাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য রয়েছে কাজের মেয়াদ। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন হিসাবে দেওয়া হবে। শুধু মাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। যাঁরা সরকারি চাকরি করতেন এবং চাকরি ক্ষেত্রে সব সময় ভাল রেকর্ড ছিল তাঁরা আবেদন করতে পারবেন। ৩০ জুন ’২৩ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬৪ বছরের নিচে হতে হবে। পাশাপাশি, শারীরিক ভাবে সুস্থ হতে হবে।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে, তার আগে প্রার্থীকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তার জন্য প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

৪ অগস্ট ইন্টারভিউ হবে। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের পূরণ করা আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলির জন্য পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

অন্য বিষয়গুলি:

WB Govt Jobs Job Vacancy Paschim Medinipur district Recruitment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy