উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্সড ওয়াটার স্প্লিটিং বিষয়ক গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য একজন ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
সংশ্লিষ্ট কাজে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। আবেদনকারীর মেটিরিয়াল ডিজ়াইন এবং ইলেক্ট্রোক্যাটালিস্ট নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যে গবেষণা প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে, তাতে আর্থিক অনুদান দেবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি)।
আরও পড়ুন:
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিবিলিজিটি টেস্ট (সেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং (গেট)— উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নিযুক্তকে পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে নিযুক্তকে সংশ্লিষ্ট কাজে বহাল রাখা হবে। অনলাইনে প্রকাশিত একটি ফর্ম পূরণ করে তা জীবনপঞ্জি এবং অন্যান্য নথি জমা দিতে হবে। ওই আবেদন ১০ এপ্রিলের আগে পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।