ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে চাকরির সুযোগ। সম্প্রতি তাঁদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। বেঙ্গালুরু, জয়পুর, কটক, নয়াদিল্লি, মুম্বই, চণ্ডীগড় হবে কর্মস্থল।
স্টেনোগ্রাফার এবং প্রাইভেট সেক্রেটারিস পদে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। স্টেনোগ্রাফার প্রতি মাসে বেতন পাবেন ৪৫ হাজার টাকা। প্রার্থীর বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। প্রাইভেট সেক্রেটারি পদে বেতন মিলবে ৫০ হাজার টাকা। প্রার্থীর বয়স ২৮ বছরের ঊর্ধ্বে হওয়া দরকার। উভয় পদে আবেদনের জন্য স্নাতক হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের ওয়েবসাইটটি দেখতে পারেন।