পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক অধীনস্থ সংস্থা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন বিভাগে কর্মী প্রয়োজন। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ জানানো হয়েছে। সংস্থায় প্রকল্পের কাজে নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে আট জন কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তের কর্মস্থল হবে পুণের দফতর। এ ছাড়াও উত্তরবঙ্গ, অরুণাচল প্রদেশ, সিকিমের বিভিন্ন এলাকায় কাজের জন্য যেতে হবে।
জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র প্রজেক্ট ফেলো, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র প্রজেক্ট ফেলো পদে উদ্ভিদবিদ্যা, লাইফ সায়েন্সেস, ইকোলজি, প্ল্যান্ট সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র প্রজেক্ট ফেলো পদে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের অন্তত এক বছরের ফিল্ড সার্ভে করার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে সাবলীল হওয়া প্রয়োজন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। অন্য পদগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠাতে হবে। ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য পুণের দফতরে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।