জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল অফ ফিজ়িক্যাল সায়েন্সেসের একটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। ওই প্রকল্পে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (ডিএসটি-এসইআরবি) আর্থিক অনুদান দেবে। শূন্যপদ দু’টি।
পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, ওই কাজে এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে, স্টিমুলেশন অফ বায়োমলিকিউলস নিয়ে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
মোট এক বছরের চু্ক্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। এর জন্য নিযুক্ত ব্যক্তি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, তার আগে ইমেল মারফত আবেদনপত্র জমা দেওয়া আবশ্যক।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২০ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।