ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর) কলকাতায় কর্মখালি। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সেলেন্সের একটি প্রকল্পে কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন। শূন্যপদ একটি।
ওই পদে যে কোনও বিষয়ে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি, ন্যূনতম এক বছর মেডিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।সঙ্গে অন্তত এক বছরের কম্পিউটার কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তকে মাসে ২৯,২০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ওই কাজে মোট দু’মাসের চুক্তিতে বহাল রাখা হবে। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে ডাকযোগে।
এর জন্য পদপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে প্রকাশিত একটি ফর্ম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জীবনপঞ্জি-সহ অন্যান্য আনুষঙ্গিক নথির পাশাপাশি, ওই ফর্মটিও জমা দিতে হবে। আবেদন নেওয়া হবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।