ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজ়িয়ামে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, জাদুঘরের কলকাতা দফতরের জন্য এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন জানাতে হবে।
প্রশাসন (অ্যাডমিনিস্ট্রেশন), অর্থ এবং হিসাব (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), প্রতিষ্ঠান (এস্টাব্লিশমেন্ট), সংরক্ষণ (প্রিজ়ারভেশন অ্যান্ড কনজ়ারভেশন) বিভাগে পরামর্শদাতা (কনসালট্যান্ট) নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে চারটি। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ইচ্ছুক প্রার্থীকে প্রথমে ভারতীয় জাদুঘরের ওয়েবসাইটে যেতে হবে। ‘নোটিস’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জাদুঘরের অফিসে জমা দিতে হবে। তবে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনেও জমা দিতে পারবেন। আবেদন জানানোর শেষ দিন ৪ এপ্রিল ’২৫।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ভারতীয় জাদুঘরের ওয়েবসাইটটি দেখুন।