কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন মেডিক্যাল) নেওয়া হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রথমে তিন বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৭২,৮০০ টাকা করে সাম্মানিক মিলবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ ফার্মেসি (এমফার্মা)/ মাস্টার অফ সায়েন্স (এমএসসি)/ মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইন এবং সরাসরি, দুই মাধ্যমেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। অনলাইনে ৭ এপ্রিল এবং অফলাইনে ১১ এপ্রিল আবেদনের শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।