রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড (ইপিআইএল)-এ কর্মখালি। সেই মর্মে সম্প্রতি সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্মীদের চুক্তির ভিত্তিতে সংস্থায় নিয়োগ করা হবে। আইনে স্নাতকদের জন্য এই সুযোগ। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।
সংস্থায় নিয়োগ হবে ম্যানেজার গ্রেড-২ (লিগ্যাল) পদে। মোট শূন্যপদ দু’টি। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে ৫০,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে বাড়িভাড়া বাবদ ভাতা।
আরও পড়ুন:
-
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
হিন্দুস্তান কপার লিমিটেডে চিকিৎসকদের কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
কৃষিবিদ্যায় পিএইচডি করবেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া
-
আইআইটি গান্ধীনগর থেকে ডেটা সায়েন্সে মাস্টার্স করবেন? ক্লাস করা যাবে অনলাইনেই
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়া থাকতে হবে পেশাদারি অভিজ্ঞতা, যোগ্যতার মাপকাঠির বিষয়ে বিশদ জানানো হয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে এই পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।